• " />

     

    রিভিউ পদ্ধতিতে গোল হলো, বাতিলও হলো!

    রিভিউ পদ্ধতিতে গোল হলো, বাতিলও হলো!    

    ফুটবল মাঠে রেফারির যেসব সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়, তার মধ্যে বেশির ভাগ অফসাইড নিয়েই। এই বিতর্কের অবসানের জন্য বেশ কয়েকদিন আগে থেকে ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম’ চালু করেছে ফিফা। সেটারই সুফল পাওয়া গেলো গত রাতের ফ্রান্স-স্পেন প্রীতি ম্যাচে। দারুণ দুটি সিদ্ধান্ত দিয়ে সহকারী রেফারি প্রমাণ করেছেন, আধুনিক যুগে খেলার সময় প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ।


     

    ম্যাচের ৪৮ মিনিটে কোরেন্তিন তোলিসোর বাড়ানো বল হেড করে জালে জড়ান আতোইন গ্রিজমান। উদযাপন শেষ করে সতীর্থদের সাথে নিজেদের হাফেও চলে গিয়েছিলেন। তবে স্পেনের ফুটবলারদের আপত্তির মুখে সহকারী রেফারির সাথে আলাপ চালিয়ে গিয়েছেন রেফারি ফেলিক্স ওইয়ার। বেশ কিছুক্ষণ আলাপের পর গ্রিজমানের গোল বাতিল করা হয়।

     

    ৭৭ মিনিটের মাথায় ডেভিড সিলভার পাসে গোল করেন জেরার্ড ডুলেফিউ। কিন্তু রেফারির অফসাইডের বাঁশি বাজালে এটার বিরোধিতা করেন স্পেনের এই ফরোয়ার্ড। তখন আবারো সহকারী রেফারির শরণাপন্ন হন রেফারি। আবারো মাঠের ভুল সিদ্ধান্তকে শুধরে দেন তিনি। বাতিল হওয়া গোল স্পেনের পক্ষেই যায়।

     

    শেষ পর্যন্ত ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেন।