• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ছয় বছর পর শীর্ষে ব্রাজিল

    ছয় বছর পর শীর্ষে ব্রাজিল    

    প্রথম দল হিসেবে পা রেখেছে রাশিয়ার বিশ্বকাপে। তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ছুটছে ব্রাজিল, বাছাইপর্বে জিতেছে টানা নয় ম্যাচে। এবার আরেকটি পালকও যোগ হলো তাদের মুকুটে, ছয় বছর পর প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ব্রাজিল।

    কাল প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়েই নিশ্চিত হয়ে গেছে, সবার আগে ব্রাজিলই রাশিয়ার টিকেট পেয়েছে। নেইমাররা শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। ১২ মাস ধরে আলবিসেলেস্তেরা সবার ওপরে ছিল। তবে এখন বাছাইপর্বে পাঁচ নম্বরে থেকে খাবি খাচ্ছে, বিশ্বকাপ খেলা নিয়েই সংশয়।

    তিন ও চারে আছে জার্মানি ও চিলি, দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে কলম্বিয়া। প্রথম পাঁচের চারটি দলই তাই দক্ষিণ আমেরিকা থেকে। এরপরের পাঁচটি দেশই অবশ্য ইউরোপের, ফ্রান্স ও বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন আছে শীর্ষ দশে। সবচেয়ে ভরাডুবি হয়েছে নেদারল্যান্ডসের, ৩২ নম্বরে নেমে গেছে ডাচরা। তাদের ইতিহাসে এটাই সর্বনিম্ন র‍্যাঙ্কিং।