• " />

     

    দ্বিগুণ বেতন পেয়েও নাখোশ কোহলিরা

    দ্বিগুণ বেতন পেয়েও নাখোশ কোহলিরা    

    নতুন চুক্তিতে বেতনভাতা, বোনাস সবই কার্যত দ্বিগুণ করে দেয়া হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন ভারতীয় দলের ক্রিকেটারদের একটি বড় অংশ। দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে পরিমাণ আয় করছে, সে অনুযায়ী ক্রিকেটাররা লভ্যাংশ পাচ্ছেন না- এমন অভিযোগ করে বার্ষিক বেতন আরও বাড়ানোর দাবী তুলেছেন তাঁরা।

     

    বিসিসিআইয়ের নতুন চুক্তিতে ৩২ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে গ্রেড ‘এ’ ক্রিকেটাররা বছরে ২ কোটি ভারতীয় রুপি (প্রায় ৩ লাখ মার্কিন ডলার) পাবেন যা গত বছর ছিল ১ কোটি রুপি। গ্রেড ‘বি’ এর ক্রিকেটাররা ১ কোটি ও গ্রেড ‘সি’ভুক্তরা পাবেন ৫০ লাখ রুপি করে। এছাড়া ম্যাচ ফীও বাড়িয়ে টেস্টে ৪ লাখ থেকে ৭ লাখ, ওয়ানডেতে ৪ থেকে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে বৃদ্ধি করে ৩ লাখ ভারতীয় রুপি করা হয়েছে। মোটা অংকে বেতন বেড়েছে কোচ আর অন্যান্য কোচিং স্টাফদেরও।

     

    কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সাথে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিভিন্ন মাধ্যম থেকে বিসিসিআইয়ের আয় যে হারে বাড়ছে, ক্রিকেটাররা তার ভাগ পাচ্ছেন সামান্যই। ২০১৫-১৬ মৌসুমে ভারতীয় বোর্ডের আয় ছিল সাড়ে ১৩শ’ কোটিরও বেশি। অথচ সেখান থেকে সাকুল্যে ১শ’ কোটি রুপি ক্রিকেটারদের বেতন-বোনাসে ব্যয় করা হয়েছে। ক্রিকেটাররা বলছেন, ক্রিকেট বোর্ডের আয়ের বড় অংশ ক্রিকেট আর ক্রিকেটারদের কল্যাণে ব্যয় করা উচিত হলেও বোর্ডের সিংহভাগ আয় যাচ্ছে প্রাদেশিক ক্রিকেট এসোসিয়েশনগুলোতে। একটি সূত্রমতে যা ভারতীয় বোর্ডের আয়ের ৭০ শতাংশ।

     

    এছাড়াও সমসাময়িক ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বেতনের সাথে ভারতীয় ক্রিকেটারদের বেতনে বিস্তর ব্যবধানও কোহলিদের অসন্তোষের আরও একটি বড় কারণ বলে বলা হচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, ইংলিশ আর অজি ক্রিকেটারদের বার্ষিক বেতন ভারতীয় রুপিতে ৮ থেকে ১২ কোটি। অথচ বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও ভারতীয় ক্রিকেটারদের সম্মানী ‘মাত্র’ ২ কোটি হওয়াটা অসম্মানজনকই বৈকি!