• " />

     

    ৪ বলেই ৯২ রান!

    ৪ বলেই ৯২ রান!    

    স্কোরকার্ড দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। মাত্র ৪ বলেই ৯২ রান তোলার ঘটনা তো আর নিত্যদিন ঘটে না! গতকাল অবিশ্বাস্য এই ব্যাপারটি হয়েছে ঢাকা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচে। এক্সিয়ম ক্লাবের বিপক্ষে এই কাণ্ড ঘটিয়েছেন লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ।

     

    কিন্তু এরকম ভূতুড়ে স্কোরকার্ডের পেছনে রহস্য কী? লালমাটিয়ার জেনারেল সেক্রেটারি আদনান রহমান জানিয়েছেন, আম্পায়ারের বাজে সিদ্ধান্তের প্রতিবাদেই এমনটা করেছে তাঁর দল, “টস থেকেই শুরু হয়েছে ব্যাপারটা। আমার দলের অধিনায়ককে মুদ্রা দেখতে দেওয়া হয়নি। টসে হেরে ব্যাটিংয়ে নামার পর থেকে সব সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমার ক্রিকেটাররা বয়সে একেবারেই তরুণ। তাঁরা এসব সহ্য করতে না পেরেই ৪ বলে ৯২ রান দিয়েছে।”

     

     

    নিজেদের ইনিংসে ১৪ ওভারেই ৮৮ রানে অলআউট হয় লালমাটিয়া। বোলিংয়ে নেমে সুজন করেন মাত্র ৪ বল, এর মাঝে দিয়েছেন ৩ টি নো বল এবং ১৩ টি ওয়াইড। নো ও ওয়াইড বলগুলোর প্রত্যেকটি বাউন্ডারিও হয়েছে!  ৩২ বলের ওই ওভারে কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় এক্সিয়ম।

     

    প্রথম শ্রেণির এক ম্যাচে ১৯৯০ সালে ক্যানটারবারির বিপক্ষে ওয়েলিংটন বার্টের বোলার এক ওভারে দিয়েছিলেন ৭৭ রান। সেই ওভারে বল হয়েছিল ২২ টি! টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান ২৮। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার জর্জ বেইলি এটা করেছিলেন।