'ভালোর' জন্যই ফ্রেঞ্চ ওপেনে থাকছেন না ফেদেরার
বরাবরের মতো এবারো ফ্রেঞ্চ ওপেনে নাদাল-ফেদেরার দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল টেনিস ভক্তরা। কিন্তু সেই আশায় গুড়েবালি। ফ্রেঞ্চ ওপেন শুরু দুই সপ্তাহ আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। শুধু তাই নয়, এবারের পুরো ক্লে কোর্টের মৌসুমেই খেলবেন না ফেদেরার।
গত কয়েক মৌসুম ধরেই ইনজুরিটা ভোগাচ্ছে ফেদেরারকে। ৩৫ বছর বয়সী ফেদেরার নিজের ক্যারিয়ারটা আরও দীর্ঘ করার জন্যই এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াচ্ছেন, “আমার ক্যারিয়ারের জন্যই এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি বুঝতে পেরেছি, এই টুর্নামেন্ট খেলা আমার জন্য খুব একটা ভালো ব্যাপার হবে না। এই কারণেই সরে দাঁড়াচ্ছি। ফরাসি ভক্তদের মিস করব। তাঁদের বলতে চাই, আগামী বছর অবশ্যই দেখা হবে রোঁলা গারোতে।”
১৯৯৯ সালে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন খেলতে আসা ফেদেরার গত বছরও ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। ২০০৯ সালে এখানে একমাত্র শিরোপাটি জিতেছিলেন ফেদেরার।