• লা লিগা
  • " />

     

    শিরোপা উদযাপনেও পিকেকে 'মনে করলেন' ইসকোরা

    শিরোপা উদযাপনেও পিকেকে 'মনে করলেন' ইসকোরা    

    ‘চিরশত্রু’দের খোঁচা দেয়ার সামান্য সুযোগটুকুও কখনও ছাড়েন না তিনি। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, সমর্থকদের কাছে জেরার্ড পিকে তাই অপ্রিয়তম এক নামই। ৫ বছর পর লস ব্ল্যাংকোদের লা লিগা শিরোপা উদযাপনেও তাই বাদ পড়লো না মাদ্রিদ সমর্থকদের পিকে-স্মরণ। সমর্থকদের সাথে গলা মিলিয়ে পিকে-বিরোধী কোরাসে শামিল হন মাদ্রিদ মিডফিল্ডার ইসকোও।

     

     

    ২০১২ সালের পর আবার লিগ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ, সমর্থকদের উচ্ছ্বাসটা তাই সঙ্গত কারণেই বাঁধ ভাঙছে। মালাগার বিপক্ষে ২-০ গোলের জয়ে স্প্যানিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হওয়ার ক’ ঘণ্টা বাদেই মাদ্রিদের প্রাণকেন্দ্র প্লাজা ডি সিবেলেসে ছাদখোলা গাড়িতে রোনালদো-রামোসদের ঘিরে উৎসবে মাতেন লাখো সমর্থক। সে উৎসবে প্রিয় তারকাদের নামে হর্ষধ্বনির পাশাপাশি পিকের নামেও একটি অশালীন স্লোগানে সরব হন মাদ্রিদ সমর্থকরা। এ সময় ইসকোসহ একাধিক মাদ্রিদ খেলোয়াড়কে তাঁদের সাথে কণ্ঠ মেলাতে দেখা যায়।

     

    আগামী মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামবেন পিকে-রামোস-ইস্কোরা। তার আগে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে গেলে হয়তো আরেকবার ‘পিকে-বন্দনা’য় মুখরিত হবে মাদ্রিদের আকাশ। রামোস-পিকেরা যতোই ক্লাব ফুটবলের বাইরে সম্পর্কটা স্বাভাবিক থাকার দাবী করুন, এভাবে চলতে থাকলে আদৌ সেটা আর স্বাভাবিক থাকবে তো?