• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    সাম্পাওলিই হলেন আর্জেন্টিনার কোচ

    সাম্পাওলিই হলেন আর্জেন্টিনার কোচ    

    বলতে গেলে ব্যাপারটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল এবার। সেভিয়া ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আর্জেন্টিনার দলের দায়িত্ব নিতে যাচ্ছেন হোর্হে সাম্পাওলি।

    এদগার্দো বাউজার বিদায়ের পরেই একজন কোচ হন্যে হয়ে খুঁজছিল আর্জেন্টিনা। সাম্পাওলি ছিলেন প্রথম পছন্দের একজন, কিন্তু সেটা নিয়ে কম জল ঘোলা হয়নি। সেভিয়াতে মাত্র এই মৌসুমেই যোগ দিয়েছিলেন সাম্পাওলি, তারা তাঁকে ছাড়তে চাইছিল না। আর্জেন্টিনা ফেডারেশনের বিরুদ্ধে ছিনিয়ে নেওয়ার অভিযোগও এনেছিল। কিন্তু সাম্পাওলিই চেয়েছিলেন নিজের দেশে কোচ হিসেবে ফিরতে। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছারই জয় হয়েছে।

    বিশ্বকাপ বাছাই হবে তাঁর সামনের অগ্নিপরীক্ষা। এই মুহূর্তে আর্জেন্টিনা আছে পাঁচে, সরাসরি খেলতে হলে থাকতে শীর্ষ চারে। ম্যাচ বাকি চারটি। সাম্পাওলির সৌভাগ্য, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মেসিকে প্রথম ম্যাচ থেকেই পাবেন।