• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'মানুষের ওপর বিশ্বাস রাখাই আমার চাকুরি'

    'মানুষের ওপর বিশ্বাস রাখাই আমার চাকুরি'    

    মৌসুমের শুরু থেকেই তাঁর বিদায়ের দাবিতে মুখর ছিল আর্সেনাল ভক্তরা। কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো লিগের শীর্ষ চারে না থাকায় কম সমালোচনা শুনতে হয়নি আর্সেন ওয়েঙ্গারকে। সামনের মৌসুমে থাকবেন কী থাকবেন না, সেটা জানা যাবে কয়েকদিনের মাঝেই। ওয়েঙ্গার বলছেন, এফএ কাপের জয়ই প্রমাণ করেন, ক্লাবের প্রতি কতখানি ‘নিষ্ঠাবান’ তিনি।

    আগামীকাল ক্লাবের বোর্ড মিটিংয়ে নিজের ভবিষ্যতের ব্যাপারে কথা বলবেন ওয়েঙ্গার, “বোর্ড মিটিংয়ের আগে একটা কথাই বলতে চাই, সবাই এফএ কাপের ফাইনালটা আবার দেখুন। আমি চুক্তির শেষদিন পর্যন্ত ক্লাবের দায়িত্ব পালন করেছি। আশা করি সবাই এটা বুঝাতে পেরেছেন ক্লাবের প্রতি কতটা  ‘নিষ্ঠাবান’ আমি। আর আমার কাছে এসব আনুষ্ঠানিক চুক্তি খুব একটা বিশেষ কিছু না। তবে মনে হয় এই ব্যাপারটা আগেই নিষ্পত্তি করা উচিত ছিল।”

    বিদায় নিলেও ক্লাবের ভালো ভবিষ্যৎ দেখতে চান ওয়েঙ্গার, “আমি সবাইকে বলেছি ভবিষ্যতের কথা ভাবতে। আমি থাকি আর না থাকি, সেটা বড় কথা না। ফুটবলাররা পরের মৌসুমের জন্যই তৈরি হবে। আমি জিততে ভালোবাসি, দল গড়তে ভালোবাসি। আমার সাথে একদিন থেকেই দেখুন, তাহলেই বুঝবেন!”

    মৌসুমজুড়েই তাঁর মুণ্ডুপাত করা আর্সেনাল ভক্তদের ক্ষমা করে দিয়েছেন বলেই জানান ওয়েঙ্গার, “আমি ক্ষমাশীল মানুষ। ক্ষমা করতে না পারলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। মানুষের ওপর বিশ্বাস রাখাই আমার চাকুরি। ক্লাবের ৯৯ শতাংশ ভক্তরাই অসাধারণ। অনেকের সাথেই আমার কথা হয়েছে। আমরা তাঁদের জন্য খেলি। বাকি সবকিছু বোর্ড সিদ্ধান্ত নেবে। আমি থাকব কী থাকব না সেটা সময় এলেই জানা যাবে।”