• " />

     

    ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা রশিদের

    ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা রশিদের    

    সংক্ষিপ্ত স্কোর

    আফগানিস্তান ৫০ ওভারে ২১২/৬ ( আহমাদি ৮১, নার্স ২/৩৪)

    ওয়েস্ট ইন্ডিজ ৪৪.৪ ওভারে ১৪৯ ( হোপ ৩৫, রশিদ ৭/১৮)

    ফলাফল- আফগানিস্তান ৬৩ রানে জয়ী


    ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এর মাঝেই নিজের বোলিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। প্রায় ৪ কোটি রুপিতে এবারের আইপিএলে সুযোগ পেয়ে হইচই ফেলেছিলেন আফগানিস্তানের তরুণ স্পিনার রশিদ খান। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর 'জাদুকরী' বোলিং দেখল ক্রিকেট বিশ্ব। সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রশিদ। একই সাথে ৬৩ রানের পরাজয়ে সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় একটা ধাক্কা লাগল ক্যারিবিয়দের।

     

    লক্ষ্যটা খুব আহামরি ছিল না। আফগানিস্তানের বিপক্ষে ২১৩ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খারাপ হলেও লুইস ও হোপের জুটি কিছুটা স্বস্তি জুগিয়েছিল দলকে। ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছিল তারা। এরপর বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই জেসন মোহাম্মেদকে ফেরান রশিদ। পরের বলেই ফেরেন রস্টন চেজ।

     

     

    সেই শুরু। প্রথম ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পর একে একে তুলে নিয়েছেন আর ৫ টি উইকেট। এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন। রশিদের ঘূর্ণিজাদুর সামনে প্রতিরোধ গড়তে পারেননি হোল্ডার-কার্টাররা। একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের নিচেই গুটিয়ে যাবে দল। তবে ৯০ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে সেই লজ্জা থেকে বাঁচান আলজারি জোসেফ। তাঁর ২৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ১৪৯ রান করে ক্যারিবিয়রা।

     

    ২৬ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে চারবার চার উইকেটের বেশি পেয়েছিলেন। এর কোনোবারই আফগানরা হারেনি। গতকালও এর ব্যতিক্রম হলো না। ১৪ রানে ৭ উইকেট পাওয়া রশিদের বোলিং ওয়ানডে ইতিহাসের চতুর্থ সেরা।