• " />

     

    দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করল অস্ট্রেলিয়া 'এ' দল

    দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করল অস্ট্রেলিয়া 'এ' দল    

    ঘোষণাটা এসেছিল গত রবিবার। এই সপ্তাহের মাঝে চুক্তি সংক্রান্ত জটিলতা নিরসন না হলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের আভাস দিয়েছিল দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘এ’ দলের ক্রিকেটাররা।

    এক বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন জানায়, অন্য ক্রিকেটারদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন উসমান খাজারা, “খুব দুখের সাথে জানাচ্ছি যে, চুক্তি নবায়নের কোনো সুরাহা না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুইশরও বেশি ক্রিকেটারের কথা মাথায় রেখে। এর মাধ্যমে ‘এ’ দলের ক্রিকেটাররা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে বেকার হয়ে যাওয়ার ক্রিকেটারদের সাথে একাত্মতা ঘোষণা করেছে।”

    সফর বয়কট না করার ব্যাপারে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বিল লরি। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন বলছে, বোর্ডের এরকম আচরণ তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, “বোর্ডের এরকম ব্যবহারে হতাশ হয়েই এই বয়কটের সিদ্ধান্ত নিতে হয়েছে। বোর্ড চুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। এরকম অবস্থায় কোনো সফরে যাওয়া সম্ভব না। আমরা নিশ্চিত করতে চাই, সব ক্রিকেটার তাঁদের ন্যায্য বেতন পাবে। আমরা আবারো বোর্ডকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”