• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    'আমার রেকর্ড ভাঙতে মেসির এত সময় লাগবে ভাবিনি'

    'আমার রেকর্ড ভাঙতে মেসির এত সময় লাগবে ভাবিনি'    

    দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তাঁরই ছিল। গতবছর গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে গেছেন মেসি। বাতিস্তুতা বলছেন, তাঁর রেকর্ড ভাঙতে মেসির এত সময় লাগবে এটা কখনোই ভাবেননি।

    আর্জেন্টিনার হয়ে ৭৭ ম্যাচে ৫৪ গোল করেছিলেন বাতিস্তুতা। অন্যদিকে ১১৮ ম্যাচে ৫৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বাতিস্তুতা বলেন, মেসি যে তাঁর রেকর্ড ভাঙবে এটা তিনি আগেই জানতেন, “গত পাঁচ-ছয় বছর ধরেই রেকর্ডটা ভাঙার দ্বারপ্রান্তে ছিল মেসি। আমার তো মনে হয় অনেক আগেই এই রেকর্ডটা ভাঙতে পারত সে। এই রেকর্ডটা আমার হৃদয়ের খুব কাছের ছিল। তবে সে এটা ভেঙ্গেছে, আমিও একটা সময় অন্য কারো রেকর্ড ভেঙ্গেছিলাম। এটাই ফুটবলের নিয়ম, সব রেকর্ডই ভেঙ্গে যাবে একটা সময়।”

    আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাতিস্তুতার চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন সার্জিও আগুয়েরো, তাঁর গোলের সংখ্যা ৩৪। হিগুয়াইনের গোল ৩১ টি। গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন হার্নান ক্রেসপো, করেছেন ৩৫ গোল। ডিয়েগো ম্যারাডোনা ৩৪ গোল করে আছেন চতুর্থ স্থানে।