এভারটনে ফিরলেন রুনি
রুনির এভারটনে যোগ দেয়াটা ছিল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। তের বছর পর আবারও এভারটনে ফিরে গেলেন ওয়েইন রুনি। নিজেদের ক্লাবের অফিসিয়াল সাইটে রুনির দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন এভারটন। নতুন ক্লাবের সাথে দুবছরের চুক্তি হয়েছে রুনির।
১৭ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার আগে এভারটনের হয়ে ৭৭ ম্যাচে ১৭ গোল করেছিলেন রুনি। খেলেছেন ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। এরপর ওল্ড ট্রাফোর্ডে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। ৫৫৯ ম্যাচে করেছেন ২৫৩ গোল। ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন গেল জানুয়ারিতে। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতায় স্থান পাঁচ নম্বরে। একই ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও।
রুনিকে দলে পেয়ে দারুণ খুশি এভারটন ম্যানেজার রোনাল্ড কোমেন। "সে এভারটনকে ভালোবাসে। এবং এই ক্লাবেই সে ফিরতে চাইছিল। ওর বয়স মাত্র ৩১। তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগই আসে না। এই ক্লাবকে দেয়ার মতো তাঁর অনেক কিছু বাকি আছে তাঁর।"
পুরনো ক্লাবে ফিরতে পেরে রুনিও জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। গত তের বছর ম্যান ইউনাইটেডের হয়ে খেললেও এভারটনের জন্য ভালোবাসাটা কমেনি এতোটুকুও- রুনির কথায়ই মিলেছে তাঁর প্রমাণ। "গত তের বছর ধরে ঘরে প্রায়ই আমি এভারটনের পাজামা পরতাম। আমার ছেলেরাও আমাকে অনুসরণ করত। কিন্তু ব্যাপারটা লুকিয়েই রাখতে হয় এতোদিন। এখন আর আড়াল করার কিছু নেই"। হাসতে হাসতেই কথাগুলো বলেছেন ওয়েইন রুনি।