• " />

     

    'কোহলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত'

    'কোহলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত'    

    বিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ছিল আজ। বিরাট কোহলিদের নতুন কোচের নাম আসাতে পারত সেখান থেকেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তিন সদস্যের উপদেষ্টা পরিষদের একজন সৌরভ গাঙ্গুলি সেখানে জানালেন, দেশে ফিরলে কোহলির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। 

     

    কোচ হওয়ার দৌড়ে ছিলেন মূলত ছয়জন। রবি শাস্ত্রি, রিচার্ড পাইবাস, টম মুডি, বিরেন্দর শেওয়াগ, লালচাঁদ রাজপুত ও ফিল সিমন্স। এর মধ্যে সাক্ষাতকার দিয়েছেন সিমন্স ছাড়া সবাই। প্রত্যেকে নিজের আলাদা কোচিং দর্শন, পদ্ধতির কথা জানিয়েছেন। গাঙ্গুলি বলছেন, সময় এখন কোহলির সঙ্গে আলোচনার। তারা খেলবেন, কোন কোচ তাদের জন্য উপযুক্ত, সে বিষয়ে মত দেবেন তারাই। গাঙ্গুলির মতে, ‘সবচেয়ে ভাল’ পদ্ধতি এটাই। 

     

    সামনেই ভারতের শ্রীলঙ্কা সফর। তবে সৌরভ বলছেন, তাদের কোনো তাড়া নেই। ভারতের পরবর্তী কোচ থাকবেন বিশ্বকাপ পর্যন্ত। কোহলি, টিম ম্যানেজমেন্ট, বোর্ড বা তাদের উপদেষ্টা পরিষদ, সবার সঙ্গেই সবকিছু সামঞ্জস্য রাখার ভাবনা তাদের। 

     

    ‘সবরকম প্রক্রিয়া শেষ হয়ে এসেছে। এখন সময়, যারা আসলেই ভূমিকা রাখবে, তাদের সঙ্গে কথা বলার। আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, তাদের কাজ শুরু হবে তখনোই।’ তবে কোচিং সাক্ষাতকার চলার সময়ে কোহলি কোনোরকমের পরামর্শ বা কারও নাম জানাননি বলেই জানিয়েছেন সৌরভ। এজন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

     

    গাঙ্গুলি, ভিভিএস লক্ষণের সঙ্গে স্কাইপে আজকের সাক্ষাৎকার সভায় ছিলেন শচীন টেন্ডুলকার। 

     

    তথ্যসূত্রঃ ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেসবুক পেজ