ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে বলছে পাকিস্তান
আগামী নভেম্বরে ভারতের ব্যাঙ্গালোরে হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। পাকিস্তান খেলবে বলে সরকারের কাছ থেকে অনুমতি নেয়ার আবেদনও করেছে ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। কিন্তু পাকিস্তান বলছে, টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হোক ‘নিরপেক্ষ’ কোনও দেশে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি ইএসপিনক্রিকইনফোকে জানিয়েছেন, ‘যেহেতু এসিসির বর্তমান প্রধান পাকিস্তানের, আমরা ১২ তারিখ কলম্বোর সভায় এটি উত্থাপন করবো। ভারত ও পাকিস্তানের বাইরেও নিরাপদ ভেন্যু আছে, যেখানে এ চ্যাম্পিয়নশিপ হতে পারে।’ এসিসির বর্তমান সভাপতি পাকিস্তানের শাহরিয়ার খান।
পাকিস্তান টুর্নামেন্ট খেলতে চায় বলেই মত পিসিবির এক কর্মকর্তার, ‘আমরা অবশ্যই টুর্নামেন্টটা খেলতে চাই, এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) গুরুত্বপূর্ণ সদস্য আমরা। কিন্তু ভারতে খেলা সম্ভব নয়। ভিসা বা মাঠের বাইরে নানান ঝামেলা বেরিয়ে আসবে। আমরা কোনও বাধার মুখোমুখি হতে চাই না এই টুর্নামেন্টের আগে।’
এদিকে ‘সমঝোতা স্মারক’ ভঙ্গের দায়ে ভারতকে আদালতে নিতে চাইছে পাকিস্তান। ২০১৪ সালে স্বাক্ষরিত হওয়া এ স্মারকে দ্বিপাক্ষিক সিরিজের কিছু শর্ত ছিল, তবে ২০১৩-১৪ সালে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই দলের মাঝে আর কোনও সিরিজ হয়নি। বৈশ্বিক টুর্নামেন্টে এরপর অবশ্য আটবার মুখোমুখি হয়েছে দুই দল, এর মাঝে ২০১৬ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে কলকাতাতেও হয়েছিল একটি ম্যাচ।
তবে ভারতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট ছাড়াও এসিসির আগামী সভায় আলোচনা হবে ‘গালফ’ অঞ্চলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাছাইপর্ব নিয়েও। নয় দলের পুলে কাতারের সঙ্গে আছে সৌদি আরব, ওমান, বাহরাইন। এ তিন দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে আপাতত কাতারের। পুলে কাতারের থাকাতেই তাই নিজেদের ‘ভাবনা’র কথা জানিয়েছে বাকি তিন দেশের ক্রিকেট বোর্ড।