• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    কন্ডিশনের কারণেই ইমরুল-সৌম্য আছেন, নাসির নেই

    কন্ডিশনের কারণেই ইমরুল-সৌম্য আছেন, নাসির নেই    

    ফর্ম হিসেব করলে খড়গটা আগে ইমরুল কায়েসের ওপরেই নেমে আসার কথা। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্টের চার ইনিংসে করেছেন ২১ রান। বিশেষ করে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছেন, তাতে তাঁর জায়গা নিয়ে আরও বেশি প্রশ্ন ওঠা স্বাভাবিক। নাসির হোসেন এমন আহামরি কোনো সফল নন, তবে সাত নম্বরে মোসাদ্দেক হোসেন না থাকায় আরেকটা সুযোগ পেতে পারতেন কি না সেই প্রশ্ন উঠতেই পারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে ভাগ্যে শিকে ছিড়ল না নাসিরের, জায়গা পেলেন কায়েস। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, কন্ডিশনের কথা চিন্তা করেই বাদ পড়েছেন নাসির, জায়গা পেয়েছেন কায়েস-সৌম্যরা।

     

    তিন নম্বরে স্বচ্ছন্দ নন, ইমরুল অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজেই তা বলে গিয়েছিলেন। দুই টেস্টেই সেই অস্বস্তিটা ধরা দিয়েছে প্রকটভাবেই। কিন্তু প্রধান নির্বাচক কন্ডিশনের কথা ভেবে আরেকটি সুযোগ দিতে চান কায়েসকে। সেই সঙ্গে অভিজ্ঞতার কথাও ভেবেছেন বলে জানিয়েছেন, ‘সাউথ আফিরকা সফর অনেক চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের চেয়ে এই সফরের সঙ্গে বিস্তর ফারাক। আমরা নতুন এমন কাউকে নিতে চাইনি, যার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যেতে পারে। এজন্য অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। আর অই ধরনের বাউন্সি ট্র্যাকে স্কয়্যার দ্য উইকেটে ভালো করে, আমরা আত্মবিশ্বাসী ও ফিরে আসবে।’

    অবশ্য ইমরুলের দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা সে কথা বলছে না। নয় বছর আগের সফরে চার ইনিংসে করতে পেরেছিলেন ২৫ রান। ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরিও ঘরের মাঠেই।

               

    নাসির হোসেনও যে অস্ট্রেলিয়া সিরিজে খুব আহামরি করেছেন, তা নয়। তবে ফর্ম নয়, তাঁর ক্ষেত্রে কন্ডিশনের কথাই বিবেচনা করা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক,  'আমরা দেশের এক ধরনের খেলি, বাইরে আরেক ধরনের। দুই দিকের ভারসাম্যের দরকার আছে। আর আমরা আগেই বলেছি, আমাদের ২৯ জনের যে পুল আছে সেখান থেকেই আমরা পছন্দমত খেলোয়াড় বেছে নিই। এখানে প্ল্যানের ব্যাপার আছে, কম্বিনেশনের ব্যাপার আছে। ওখানে বাউন্সি উইকেটে খেলা আছে, সেই হিসেবেই নাসিরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া।'

    ডানহাতি বাঁহাতি নিয়েও কদিন ধরে তুমুল আলোচনা চলছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই দিয়েছেন, দলে ডানহাতি—বাঁহাতির ভারসাম্য চান। দক্ষিণ আফ্রিকার দলে অবশ্য সেই প্রতিফলন পাওয়া গেল না, টপ অর্ডারের সবাই বাঁহাতি। তবে সেটা সমস্যা হবে না বলে মনে করছেন মিনহাজুর আবেদীন, ‘বাঁহাতি ব্যাটসম্যান যারা আমাদের দলে আছে, তাদের সঙ্গে তুলনা করার মতো ডানহাতি কিন্তু আমাদের আপাতত নেই। আমার মনে হয় যে, এই সিরিজটা চ্যালেঞ্জিং। বাউন্সি উইকেটে খেলতে হবে। আমার বিশ্বাস, আমাদের বাঁহাতি ব্যাটসম্যানরা এই সিরিজে ভালো করবে। ’