ওয়ানডে দলের অধিনায়কও হলেন ডু প্লেসি
টেস্ট ও টি-টোয়েন্টির দায়িত্ব তার কাঁধে ছিল অনেকদিন ধরেই। এবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বটাও পেলেন ফাফ ডু প্লেসি। ফলে এখন থেকে তিন ফরম্যাটেই প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর এবির অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তখন অবশ্য তিনি বলেছিলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকতে চান। কিন্তু শেষ পর্যন্ত ছয় বছর দায়িত্ব পালনের পর গত মাসেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন ডি ভিলিয়ার্স। পরবর্তী অধিনায়ক হিসেবে তখন থেকেই শোনা যাচ্ছিল ডু প্লেসির নাম।
অধিনায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুন লরগাত, “অধিনায়ক হওয়ায় ফাফকে অভিনন্দন। সে নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে এর মাঝেই প্রমাণ করেছে। এটার প্রমাণ আমরা তার বিশ্ব একাদশের অধিনায়ক হওয়াতেই পেয়েছি। দক্ষিণ আফ্রিকা বড় টুর্নামেন্টে তার হাত ধরে ভালো কিছু করবে এটাই সবার প্রত্যাশা।”
ডি ভিলিয়ার্সের ইনজুরির কারণে এরই মাঝে ৯ টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। এর মাঝে মাত্র একটিতেই হেরেছেন তিনি। গত অক্টোবরে তার নেতৃত্বেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল দল। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই যাত্রা শুরু হবে ডু প্লেসির নতুন দায়িত্বের।