এক মাসের জন্য মাঠের বাইরে পগবা
বাসেলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের ১৮ মিনিটেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইনজুরিটা যে পল পগবাকে বেশ ভোগাবে সেটা আঁচ করা যাচ্ছিল। এবার জানা গেলো, প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই ইউনাইটেড মিডফিল্ডারকে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পরের দিনই জায়গাটা স্ক্যান করিয়েছেন পগবা। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, কমপক্ষে এক মাস থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ফলে এভারটন, সাউদাম্পটন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ মিস করবেন। আগামী মাসের ১৪ তারিখে লিভারপুলের বিপক্ষে ম্যাচেও নাও দেখা যেতে পারে তাকে। মাঠে নামতে পারবেন না লিগ কাপের বারটন ও চ্যাম্পিয়নস লিগের সিএসকে মস্কোর বিপক্ষে ম্যাচেও।
এদিকে শুধু ক্লাব নয়, পগবা মিস করবেন জাতীয় দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। অক্টোবরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বের বুলগেরিয়া ও বেলারুশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। রাশিয়া বিশ্বকাপে যেতে হলে এই দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই ফ্রান্সের।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই এই বছরের মার্চ ও এপ্রিলে তিন ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল পগবাকে। আগামীকাল তার ইনজুরি নিয়ে বিস্তারিত কথা বলবেন ইউনাইটেড কোচ মরিনহো।