• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    বিসিবির কাছ থেকে 'কষ্টের স্বীকৃতি' চান মুশফিকও

    বিসিবির কাছ থেকে 'কষ্টের স্বীকৃতি' চান মুশফিকও    

    মাত্র দুই দিন আগেই ফেসবুক-টুইটারে পোস্টটা করেছিলেন তামিম ইকবাল। বিশ্ব একাদশের হয়ে খেলতে গিয়েছিলেন পাকিস্তানে। পিসিবি বার্ষিক অ্যাওয়ার্ড নাইটেই আমন্ত্রিত হয়েছিলেন। সেখানেই একটা ছবি পোস্ট করে লিখেছেন, বিসিবিতেও এরকম একটা অনুষ্ঠান দেখতে চান। অনেক দিন এমন কিছু দেখেননি, সেটি লিখে নিজের হতাশাও জানান দিয়েছিলেন। এবার সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমও বললেন, বিসিবির কাছ থেকে একটা স্বীকৃতি পেলে ক্রিকেটাররা উৎসাহ পাবে।

    ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার দেওয়ার চল আছে অনেক বোর্ডেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এটা করে আসছে নিয়মিতই। তবে বিসিবি ২০০৬ সালের পর সেরকম কোনো অনুষ্ঠান আয়োজন করেনি। তামিম সেটি নিয়ে নিজের হতাশাটা ওই পোস্টেই জানিয়ে দিয়েছিলেন। মুশফিকের কন্ঠেও এবার একই সুর, ‘আমরা যে কষ্ট করেছি, তার পেছনের গল্প হয়তো অনেকেই জানে না। এমন কিছু করলে (অ্যাওয়ার্ড নাইট) আমাদের জন্য অনেক বড় উৎসাহের হবে। শুধু আমাদের জন্য নয়, নতুন যারা এসেছে তাদের কাছে নতুন একটা লক্ষ্যও দাঁড়াবে। উৎসাহ তৈরি হলে তারা চাইবে এই বছর একটা ট্রফি জিততে কিংবা এই বছর এতো উইকেট কিংবা এতো রান প্রয়োজন পড়বে। তাদেরও একটা মোটিভেশন থাকবে অন্যরকম। তারা যদি ভালো খেলে দিন শেষে আমাদের দলেই কিন্তু ভালো খেলবে। আমি মনে করি এটা বড় একটা আয়োজন। এটা অনেক বড় বোনাস না হলেও মূল্যায়ন তো হয়।’

    তামিম-মুশফিকদের হতাশা কি বিসিবিকে ছুঁতে পারবে?