'সৌম্য-ইমরুলদের অপ্রয়োজনীয় সমালোচনা যেন না হয়'
এক দল চলে গেছে সকালেই। আরেক দল যাবে আজ রাতে। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে দেশের মাটিতে শেষ বারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকায় ভালো করার চ্যালেঞ্জ, সাকিবের শুন্যতা, নিজের অধিনায়কত্বসহ অনেক কিছু নিয়েই কথা বলেছিলেন। সংবাদ সম্মেলন যখন প্রায় শেষ, তখনই নাটকীয়ভাবে অনুরোধ করলেন সবাইকে কিছু কথা শোনার জন্য।
মুশফিকের সেই কথার জের অবশ্য গত কয়েক দিনের ঘটনার পরেই। অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে পারেননি ইমরুল কায়েস, সৌম্য সরকার। প্রচারমাধ্যমে তা নিয়ে কম সমালোচনাও হয়নি। গত সপ্তাহেই ইমরুল-সৌম্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের ফিরে পাওয়ার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করছেন। মুশফিক এবার প্রচারমাধ্যমকে অনুরোধ করলেন, তাঁদের নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা যেন না হয়।
‘যে কোন খেলোয়াড়ই চায় ভালো খেলতে। গত কিছুদিন ধরে ইমরুল, সাব্বির, সৌম্যকে নিয়ে এতো কথা হচ্ছে, আমি অনুরোধ করব, খেলোয়াড়দের নিয়ে সমালোচনা হতেই পারে, এটা সমস্যা নয়। তবে অপ্রয়োজনীয় সমালোচনা যেন না হয়, ওদের যে কমফোর্ট জোনটা সেখান থেকে ওরা বেরিয়ে আসতে না হয়।’
মুশফিক মনে করিয়ে দিচ্ছেন, ‘দিন শেষে ওরা যদি পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে ক্ষতিটা বাংলাদেশ দলেরই। এখন যারা খেলছে, তাদের বিকল্প পেতেও অনেক সময় লাগবে। এখানে ৯ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। এতো বিশ্লেষণ এতো কিছু, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা তাই কঠিন। অবশ্যই সমালোচনা করবেন, তাদের বার বার এমন কোনো প্রশ্ন করা উচিত না যাতে ওরা ওদের মূল জায়গা থেকে সরে না যায়। ওরা যদি খারাপও করে আশপাশের মানুষগুলোর সমর্থন পেলে রানে ফেরার সাহসটা অন্তত পাবে।’
সৌম্য-ইমরুল কি এবার মুশফিকদের আস্থার প্রতিদান দিতে পারবেন?