দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি রুবেল!
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাওয়া চোট কাটিয়ে দলে ফিরেছিলেন। দলের অন্যরা এরই মাঝে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও দেশটির ইমিগ্রেশনের অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি রুবেল হোসেন। ফলে দক্ষিণ আফ্রিকা সফর অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তার। ক্রিকইনফো, ক্রিকবাজসহ বেশ কিছু ওয়েবসাইট খবরটি নিশ্চিত করেছে।
গত শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মুশফিক-তামিমরা। বিমানবন্দরে তাদের সাথে ছিলেন রুবেলও। দক্ষিণ আফ্রিকার নতুন নিয়ম অনুযায়ী সেখানে যেতে হলে দেশটির ইমিগ্রেশনের নিরাপত্তা বিষয়ক বিভাগ থেকে অনাপত্তিপত্র পেতে হবে। দলের অন্যরা সেই ছাড়পত্র পেলেও রুবেল সেটা পাননি। ফলে এমিরেটস বিমান তাকে বাংলাদেশ দলের সাথে নিতে অস্বীকৃতি জানায়।
গতকাল পর্যন্তও ইমিগ্রেশনের ওই অনাপত্তিপত্র পাননি রুবেল। কবে এটা পেয়ে দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন সেটাও নিশ্চিত নয়। এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলছেন, দ্রুতই রুবেলকে দলের সাথে যোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে, “আমি দক্ষিণ আফ্রিকা বোর্ডে প্রধান নির্বাহী হারুন লরগাতের সাথে এই ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, গুরুত্বের সাথেই এটা দেখা হবে। এখন কয়েকটা দেশে যাওয়ার জন্য তাদের নিরাপত্তা বিভাগ থেকে অনাপত্তিপত্র পেতে হয়। নিয়মটা নতুন, তাই হয়তো রুবেলের সাথে এই সমস্যাটা হয়েছে।”
অনেকেই ধারণা করছেন, রুবেল নামে অন্য কেউ হয়তো দক্ষিণ আফ্রিকা ইমিগ্রেশনের কালো তালিকায় আছে। সেই কারণেই সমস্যাটা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।