জন্মতারিখ নিয়ে ভুল বোঝাবুঝিতেই রুবেলের ভিসা বিপত্তি
হঠাৎ করেই যেন একটু বিপাকে রুবেল হোসেন। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় চলে গেছে দুই দিন আগেই, বেনোনিতে অনুশীলনও শুরু হয়ে গেছে কাল। অথচ এখনো অনাপত্তিপত্র না পাওয়ায় দক্ষিণ আফ্রিকাতেই যেতে পারেননি রুবেল। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছেন, সাময়িক ভুল বোঝাবুঝিতেই রুবেলের ভিসা বিপত্তি। দুই এক দিনের মধ্যেই সেটি ঠিক হয়ে যাওয়ার কথা।
ঠিক কী কারণে রুবেলের ভিসা আটকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কাল পর্যন্তও ছিল সংশয়। ধারণা করা হচ্ছিল, রুবেলের নামে অন্য কেউ দক্ষিণ আফ্রিকার কালো তালিকাভুক্ত হওয়াতেই আটকে গেছেন বাংলাদেশ পেসার। আকরাম খানও জানিয়েছেন, রুবেলের সঙ্গে একই নামের কালো তালিকাভুক্ত কারও জন্ম তারিখ মিলে যাওয়াতেই হ্যাপাটা বেঁধেছে,
‘ও কেন কালো তালিকাভুক্ত হবে? বাংলাদেশের হয়ে সব জায়গায়ই তো খেলতে গিয়েছে। ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দু’একদিন লাগবে।’
শনি-রোব বার দক্ষিণ আফ্রিকার ছুটি থাকায় সমস্যাটা সমাধানে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আকরাম, ‘যেহেতু গত দুই দিন ওখানে বন্ধ ছিল সেহেতু দেরি হচ্ছে। ওর সমস্যা সমাধানে গতকাল কাজ হয়েছে। আশা করছি আজ কালের মধ্যে সমাধান হয়ে যাবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝি হলে ওকে তো আমরা বঞ্চিত করতে পারি না।’
২৮ সেপ্টেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট। তবে ২১ সেপ্টেম্বর থেকে আমন্ত্রিত একাদশের সঙ্গে বেনোনিতে তিন দিনের একটা ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে খেলা নিয়েই এখন সংশয় রুবেলের।