• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    চারদিনের টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা

    চারদিনের টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা    

    চারদিনের টেস্ট নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে। একদিন কমিয়ে আনলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে টেস্ট, অনেকেই এমন মতামত দিয়েছেন। এবার প্রথমবারের মতো চারদিনের টেস্ট খেলার উদ্যোগ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে বছরের শেষে ঘরের মাটিতে চারদিনের দিবা-রাত্রির টেস্ট খেলতে আইসিসির অনুমতি চাইবে তারা।

     

     

    ভারতের সাথে বক্সিং ডে টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামী বছরের ৫ জানুয়ারি থেকেই শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। এর আগের ফাঁকা সময়টা তাই কাজে লাগাতে চাইছে প্রোটিয়ারা। ২৬ ডিসেম্বর থেকে পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চায় তারা।

    দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, আইসিসির সভায় এই বিষয়টা তুলে ধরবেন, “এটা ইতিহাসের প্রথম দিবা রাত্রির চারদিনের টেস্ট হবে। আশা করি অক্টোবরে আইসিসির বৈঠকে এই প্রস্তাব তুলে ধরব, তারা এটাকে অনুমোদন দেবে। এটা জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের জন্যই দারুন একটা ব্যাপার।”

    আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচের দৈর্ঘ্য পাঁচ দিন হতে হবে। শেষবার ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে।