• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    অবশেষে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠছেন রুবেল

    অবশেষে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠছেন রুবেল    

    এখনো মেটেনে রুবেল হোসেনের ভিসা সংক্রান্ত জটিলতা। দক্ষিণ আফ্রিকায়ও যাওয়া হয়নি, প্রথম টেস্ট খেলতে পারবেন কি না তা নিয়েই এখন সংশয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়েছেন, আজ কালের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত সমস্যার সমাধান না হলে সাইফ উদ্দিন বা কামরুল ইসলাম রাব্বিকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানালেন।

     

    ভিসা জটিলতার কারণে রুবেলের ব্যাপারে অনাপত্তিপত্র দেয়নি দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ। জানা গেছে, অন্য একজনের নামের সঙ্গে মিলে যাওয়াতেই এই বিপত্তি। নাজমুল হাসান সেটা আজ খোলাসা করেই জানালেন, ‘রুবেলের সাথে আরেকজনের ছবি নাম সবকিছু আমাদের কাছে চলে এসেছে। সব কিছু মিলে যায় জন্মতারিখ। কিন্তু মানুষটা ভিন্ন। ওখানে যে নিষিদ্ধ সে আমাদের রুবেল না। এটাই এখন প্রমাণ করার সময় এসেছে। সত্যি সত্যি ওর নাম আর জন্মতারিখ সহ একজন আছে, তার ছবিসহ পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। নিষেধাজ্ঞা ওর ওপরেই আছে। চেহারা ভিন্ন। ওটাই আমরা এখন তাদেরকে বলেছি। যাই হোক একটা ফলাফল আজকের মধ্যেই আশা করছি। তারা তাই আমাদের বলেছে।’

    কিন্তু শেষ পর্যন্ত রুবেলের সমস্যা সমাধান না হলে কী হবে? আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। নাজমুল হাসান নিশ্চিত করলেন ‘একটা বিকল্প প্লেয়ার আমরা ঠিক করেছি। দুজনের নাম প্রস্তাব করা হয়েছে, সাইফউদ্দিন ও রাব্বি। সিলেক্টররা সিদ্ধান্ত নেবে কে যাবে।  তাদের একজনকে আমরা তৈরি রাখতে পারি। পাঠিয়েও দিতে পারি। যখনই রুবেলের ভিসা জটিলতা কেটে যাবে আমার মনে হয় তাকে সাথে সাথেই পাঠিয়ে দেব।’