পেশীতে টান পড়ে মাঠ ছাড়লেন তামিম
প্রস্তুতি ম্যাচ মানে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটা উপলক্ষ। অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সুযোগও বটে। জয় পরাজয়ও এখানে মুখ্য নয়। তবে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে প্রথম ম্যাচেই একটা ধাক্কা খেল বাংলাদেশ। হাতে ব্যথা পেয়ে মাঠ থেকে উঠে চলে গেলেন তামিম ইকবাল। অবশ্য জানা গেছে, তাঁর চোট গুরুতর কিছু নয়।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ৪ ওভারে ১১ রান তুলেছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। প্রিটোরিয়াসের করা পঞ্চম ওভারের তৃতীয় বলের পরেই পেশীতে টান পড়ে। ৫ রান করে মাঠ ছেড়ে গেছেন বাংলাদেশ ওপেনার। তবে এখন পর্যন্ত জানা গেছে, চোট গুরুতর নয়।
তামিম উঠে যাওয়ার পর ভালোই খেলছিলেন সৌম্য ও ইমরুল। দুজন মিলে ৭৩ রানও যোগ করে ফেলেছিলেন। ৩৪ রান করে ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ার পর ৪৩ রান করে ফিরে যান সৌম্যও। এই প্রতিবেদন লেখার সময় ৫৩ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন মুমিনুল, ৬৫ বলে ৪৭ রান ছিল মুশফিকের। ৪১.২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮২।