অনুশীলন হলো না শুধু তামিম-মাহমুদউল্লাহ-লিটনের
স্কোরকার্ড, প্রথম দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস ৩০৬/৭, ৭৪.১ ওভারে (মুমিনুল ৬৮, মুশফিক ৬৩, সাব্বির ৫৮*; কোহেন ৪/২৩)
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ২১/১, ৫.৩ ওভারে
প্রস্তুতি ম্যাচে নিজেদের বাজিয়ে দেখাটাই মুখ্য। মাহমুদউল্লাহ ও লিটন দাশ ছাড়া একাদশের সব ব্যাটসম্যানরাই প্রথম দিনে সে কাজটা কম বেশি করেছেন। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে বেনোনিতে ফিফটি পেয়েছেন মুমিনুল, মুশফিক ও সাব্বির। ম্যাচ শেষে মুমিনুল হক যেমন জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে সব ব্যাটসম্যানই কমবেশি মানিয়ে নিয়েছেন। একমাত্র তামিম ইকবালের চোটটাই দিনে বাংলাদেশের জন্য অস্বস্তির খবর। তবে এখন পর্যন্ত চোট গুরুতর নয় বলেই জানা গেছে।
আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। দিনের পঞ্চম ওভারেই ৫ রান করে পেশীতে টান পড়ায় মাঠ ছেড়ে যান তামিম । এরপর ইমরুল কায়েস ও সৌম্য সরকার ৭৩ রানের জুটিতে হাল ধরেছিলেন। তবে ইমরুল ৩৪ ও সৌম্য ৪৩ রান করেই ফিরে যান।
এরপর মুমিনুল আর মুশফিক বেশ দ্রুতই রান তুলছিলেন। তৃতীয় উইকেটে দুজনের ১১৯ রান এসে যায় মাত্র ২৪ ওভারেই। ৭৩ বলে ৬৮ রান করে মুমিনুল টেস্টে প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবিটাও ভালোভাবেই জানান দিয়েছেন। তবে এরপরই ছোট্ট একটা ধসের মধ্যে পড়ে বাংলাদেশ।
কোহেনের বলে মুমিনুলের আউটের পরের বলেই কোনো রান না করে ফিরে যান মাহমুদউল্লাহ। আট রান পর সেই কোহেনের একই ওভারেই তিন বলের মধ্যে ফিরে গেছেন মুশফিক ও লিটন দাশ। ৮৫ বলে ৬৩ রান করেছেন মুশফিক, লিটন কোনো রানই করতে পারেননি। এরপর মিরাজকে নিয়ে ৫২ রানের জুটিতে ধসটা সামাল দেন সাব্বির। পরে তাসকিনকে নিয়ে ৩০০ পার করার পরেই ইনিংস ঘোষণা করেন মুশফিক। ৮৯ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন সাব্বির।
ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান করেছে আমন্ত্রিত একাদশ।