প্রথম টেস্টের জন্য সবুজ সংকেত পেয়েছেন তামিম-সৌম্য
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। তামিম ইকবালের চোট কতটা গুরুতর, সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। আজ বাংলাদেশের দলের ফিজিও থিহান চন্দ্রমোহন নিশ্চিত করেছেন, তামিমের চোট গুরুতর নয়। খেলবেন প্রথম টেস্টেই। একই সঙ্গে সৌম্য সরকারের চোটও গুরুতর নয় বলেই জানিয়েছেন ফিজিও।
দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক একাদশের সঙ্গে ম্যাচে পঞ্চম ওভারেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। তখনই জানা গিয়েছিল, পেশীতে টান খেয়েছেন। পরের দুই দিন আর মাঠে নামেননি, দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করেননি। চন্দ্রমোহন আশ্বস্ত করেছেন, বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্টে থাকছেন তামিম।
সৌম্য সরকার অবশ্য প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন। ৪২ রানের একটা ইনিংসও খেলেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর নামতে পারেননি। পরে চন্দ্রমোহন জানিয়েছেন, কাল ফিল্ডিং করার সময় কাঁধে হালকা একটু চোট পেয়েছিলেন। সেটার জন্য সতর্কতার অংশ হিসেবেই আর নামেননি মাঠে। প্রথম টেস্টে খেলার জন্য সেটি সমস্যা হবে না বলেও জানিয়েছেন। সব মিলে বাংলাদেশ দলে আর কোনো চোট সমস্যা নেই বলেও জানিয়েছেন চন্দ্রমোহন।