• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    পেসারদের নিয়ে আশাবাদী রুবেল

    পেসারদের নিয়ে আশাবাদী রুবেল    

    অনেক কাঠখড় পুড়িয়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ভিসা সমস্যার জন্য যাওয়াটাই হয়ে পড়েছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন রুবেল হোসেন। তবে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাননি। রুবেল অবশ্য সেটি নিয়ে খুব ভাবিত নন, বরং পচেফস্ট্রুমের উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে চান দ্রুতই।

    ভিসা জটিলতার জন্য প্রায় এক সপ্তাহ পর গেছেন দক্ষিণ আফ্রিকায়। বেনোনিতে একমাত্র প্রস্তুতি ম্যাচেও নিজেকে ঝালিয়ে নিতে পারেননি। মুস্তাফিজ, শফিউল, শুভাশীষ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। পচেফস্ট্রুমে এর আগে মাত্র একটিই টেস্ট হয়েছে, ২০০২ সালে সেই টেস্টে বাংলাদেশই ছিল স্বাগতিকদের প্রতিপক্ষ। তবে ঐতিহ্যগতভাবে দক্ষিণ আফ্রিকার উইকেট যেমন হয়, রুবেলও তেমনই আশা করছেন,’ দক্ষিণ আফ্রিকা তো পেস বোলিংয়ের জন্য আদর্শ একটা জায়গা। এখানে বাউন্স আছে, বল কখনো কখনো সুইংও করে। আমার মনে হয়, আমাদের পেসাররা এখানে ভালো কিছুই করতে পারবে।’

    প্রথম প্রস্তুতি ম্যাচে সব পেসাররাই কমবেশি উইকেট পেয়েছেন। রুবেল ওই ম্যাচ দেখেননি, তবে এই কন্ডিশনে ঠিকঠাক বল ফেলতে পারাটাই আসল লক্ষ্য মানছেন, ‘লাইন ও লেংথের দিকে আমাদের আসলে বাড়তি একটু মনযোগ দিতে হবে। বাউন্সি উইকেটে একটু পেছনে বল করলে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো ওই জায়গাটাই আমাদের ঠিক রাখতে হবে।’

    আগের দিন তাসকিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশের পেসারদের এই কন্ডিশনে বাড়তি দায়িত্ব নিতে হবে। দেশের মাটিতে সেভাবে কিছু করারই সুযোগ পাননিও পেসাররা। ওয়ালশের ক্লাসে কতটা শিখতে পারলেন, সেটার প্রথম বড় পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকাতেই।