ডু প্লেসির 'বুদ্ধিতেই' নামতে পারলেন না তামিম ?
চা বিরতির পর টিভি ছেড়ে একটু চমকেই ওঠার কথা। দক্ষিণ আফ্রিকার ইনিংস ৪৯৬ রানে ঘোষণা করা চমক তো বটেই, তার চেয়েও বড় চমক-ওপেনিংয়ে নেই তামিম ইকবাল! ইমরুল কায়েসের সঙ্গী হয়েছেন লিটন দাশ। অবশ্য কোনো চোট নয়, ট্যাকটিক্যাল কারণেই মাঠে নামতে পারেননি তামিম। কে জানে, হয়তো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিরই কৌশল ছিল তামিমকে পরে নামতে বাধ্য করা!
সর্বশেষ কবে ইনিংসের প্রথম বলটা খেলেননি, তামিম সেটা মনে করে জেরবার হতে পারেন। টেস্টে অবশ্য পারবেনই না, ৫১ টেস্টের ৯৮ ইনিংসে প্রতিবারই বাংলাদেশের প্রথম বল খেলেছেন তামিম। কিন্তু আজ সেটার ব্যতিক্রম হলো কেন? আজ দ্বিতীয় সেশনে বেশ কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন তামিম। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং না করলে ওই সময় যত ওভার হয়েছে, ততটা সময় মাঠে নামতে পারবেন না। হঠাৎ করে ডু প্লেসি ইনিংস ঘোষণা করে দেওয়াতেই তাই বসে থাকতে হয়েছে।
যদি করেই থাকেন, ডু প্লেসি অবশ্য এমন কৌশল এই প্রথম খাটাননি। এর আগে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ডেভিড ওয়ার্নারও মাঠের বাইরে চলে যাওয়ায় ডু প্লেসি সুযোগটা নিয়ে ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন। বাধ্য হয়েই নামতে পারেননি ওয়ার্নার। তবে তিন থেকে উঠে এসে সুযোগটা দুই হাতে নিয়ে সেঞ্চুরি করেছিলেন উসমান খাওয়াজা। ১৪৫ ওভার কিপিং করার পর লিটন দাশের শুরুটা ছিল আশা জাগানিয়াই। কিন্তু শেষ পর্যন্ত ২৫ রান করেই আউট হয়ে গেছেন লিটন।