• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    'শিনগার্ড দরকার, ব্রুস?'

    'শিনগার্ড দরকার, ব্রুস?'    

    দুইরকমের অভিষেক 

    দুইজনেরই অভিষেক। অ্যানডাইল ফেহলুকায়ো বোলিং করেছেন গতকালই। প্রথম বলের আগে মরনে মরকেল এসে জড়িয়ে ধরে শুভকামনা জানালেন, সেই শুভকামনা কাজে লাগতে লাগতে অবশ্য রাত পার হয়ে গেল, তামিম ইকবাল ‘উপহার’ দিলেন তাকে প্রথম টেস্ট উইকেট! প্রথমবার বোলিং করতে এলেন আইডেন মার্করামও। শুভকামনা দূরে থাক, প্রথম বলটা করার আগে তার স্নায়ুর চাপটা আরও বাড়িয়ে দিলেন টেমবা বাভুমা! আফ্রিকার ক্লোজ-ইন ফিল্ডার শিনপ্যাড ঠিক করছিলেন, এদিকে দাঁড়িয়ে ট্রাউজারসে বল ‘শাইন’ করার ছাড়া আর কিইবা করার ছিল মার্করামের! 
     

    পুরোনো বল,  নতুন বল, তাতে কী এসে যায়! 

    ৮০ ওভার শেষ, নতুন বল ‘প্রাপ্য’ হয়ে গেছে। ফ্যাফ ডু প্লেসি সেটা নিলেন না, বল দিলেন ডুয়ান অলিভিয়ারকে। তার বাউন্সার সামলাতে পারলেন না সাব্বির, তার ব্যাটে লেগে বল নেমে আসলো স্টাম্পের ওপর! ৮৪ তম ওভারে মরনে মরকেল এলেন, পুরোনো বলেই করলেন তিনটি বল। ‘যথেষ্ট’, বললেন ফ্যাফ। নতুন বল এলো, মরকেলের বল মাহমুদউল্লাহর ব্যাটে লেগে নেমে এলো স্টাম্পে, সাব্বিরের মতো করেই! বল পুরোনো হোক বা নতুন, বোল্ড একইভাবে হতে দোষ কী! 

     

     


    অভাগা মার্করাম, অপ্রস্তুত মার্করাম 

    প্রথম ইনিংসে রান-আউট হয়ে সেঞ্চুরি মিস করেছিলেন। সেটাকে নাহয় ‘দুর্ভাগ্য’ বলা গেল, কিন্তু দ্বিতীয় ইনিংসে মার্করামের আউটটাকে কী বলবেন? মুস্তাফিজের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়েছিলেন, পরিষ্কার শব্দ পাওয়া গেল, আম্পায়ার ক্রিস গ্যাফানি আউট দিলেন, মার্করামও বেরিয়ে গেলেন, রিভিউয়ের কথা চিন্তা না করেই। কিন্তু পরে রিপ্লেতে আল্ট্রাএজ দেখালো, বল মার্করামের ব্যাটে লাগেনি, ব্যাট লেগেছে মাটিতে! অভিষেক টেস্টটা যেন সবকিছুই দেখাচ্ছে মার্করামকে! 


    ‘শিনগার্ড দরকার, ব্রুস?’ 

    তাসকিনের বলটা মিড-অনে খেলেছিলেন টেমবা বাভুমা। রান নেওয়ার জন্য পড়িমড়ি করে ছুটলেন, শেষে গিয়ে ডাইভও দিলেন। বদলি ফিল্ডার তাইজুলের থ্রোটা মিস করে গেল স্টাম্প। ওদিকে তখন লাফিয়ে উঠেছেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড, ঠিকঠাক লাফ তার পা দুটিকে বাঁচালো তাইজুলের থ্রো থেকে। এমনিতে ওয়ানডেতে মাঝে মাঝে ‘আর্মগার্ড’ পরে নামেন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার, এমন আর কয়েকটা থ্রো হলে তিনি হয়তো ‘শিনগার্ড’ এর কথাও ভেবে দেখবেন! 

     

    প্রযুক্তি-বিস্ময় 

    রাবাদা বোলার, তামিম ব্যাটসম্যান। ফুললেংথ, ভেতরের দিকে ঢোকা বল। তামিম শট খেলতে গিয়ে পড়েই গেলেন, অক্সেনফোর্ড নট-আউট সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলেন ডু প্লেসি। লেগস্টাম্পে আম্পায়ারস কল হলো, আফ্রিকা রিভিউ হারালো না। আবার সেই রাবাদাই বোলার, সেই তামিমই ব্যাটসম্যান। রিভার্স সুইংয়ে ইয়র্কার, তামিম আবার পরাস্ত, আবার অক্সেনফোর্ড নট-আউট দিলেন, আবার চ্যালেঞ্জ করলেন ডু প্লেসি। তবে বল ট্র্যাকার যা দেখালো, তার জন্য প্রস্তুত ছিলেন না যেন কেউই! রাবাদা, ডু প্লেসি, এমনকি অক্সেনফোর্ডও বিস্ময়ভরা চোখে দেখলেন, লেগস্টাম্পের ‘অনেক অনেক বাইরে’ দিয়ে যেতো নাকি বলটা! আহা প্রযুক্তি, বিস্মিত করতে পিছপা হয়না কখনও!