'৫০-৫০' হলেও রিভিউ নেওয়া উচিত
৩৩৩ রানে হারার পর এক-দুটি সিদ্ধান্তে হয়তো কিছু আসে যায় না। তারপরও মুমিনুল হক কাল নিজের যে রিভিউটি নেননি, সেটি নিয়ে প্রশ্ন উঠলোই। প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তখন আউট না হলে বাংলাদেশের প্রতিরোধ হয়তো আরেকটু বেশি সময়ের হতে পারত। মুশফিকুর রহিমও মনে করেন, টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ৫০-৫০ সিদ্ধান্তও রিভিউ করা উচিত বাংলাদেশের।
রিভিউ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সব দেশেরই কম বেশি আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্টেই তো সাব্বির ভুল সিদ্ধান্তে আউট হয়েও রিভিউ নেননি। তবে মুমিনুলের শুন্য রানে আউটের পরিণতিটা খুব বেশিই ভোগ করতে হয়েছে বাংলাদেশকে। মরকেলের বলটা প্যাডে লাগার পর মুমিনুল অন্য প্রান্তে থাকা ইমরুলের সঙ্গে আলাপও করেছিলেন। কিন্তু কী মনে করে রিভিউ না নিয়েই ফিরে গেছেন ড্রেসিংরুমে। মুশফিক ওই সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এভাবে,
‘এটা আসলে অনেক সময় বলতেও পারেন, রিভিউ নিলেও ক্লিপ করতে পারে, তখন আবার আম্পায়ারের সিদ্ধান্ত থেকে যেত। আমরা একটা রিভিউ হারাতাম। ডিপেন্ড করে কোন পরিস্থিতিতে থাকে তার ওপর।’
বাংলাদেশ অধিনায়ক মনে করেন, টপ অর্ডারের অন্তত রিভিউ নেওয়ার সুযোগ থাকলে তা কাজে লাগানো উচিত, ‘আমার মতে, ওপরে যারা থাকে তাদের ৫০-৫০ হলেও রিভিউ নেওয়া উচিত। আমাদের নিচের দিকে এমন কোনো ব্যাটসম্যান নাই যার জন্য আমরা রিভিউ রেখে দিতে পারি। ওরকম কোনো অলরাউন্ডারও নেই। ও প্রথম ইনিংসে খুব ভালো ব্যাট করছিল, সে থাকলে আমাদের আরও ভালো ব্যাটিং হতো।’
কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। আপাতত এই ভুল থেকে শুধু শিক্ষাই নিতে চাইবে বাংলাদেশ।