সাকিবদের দিয়েই শুরু 'টি-১০'' ফরম্যাট
১২ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা। এরপর টি-টোয়েন্টি হয়ে গেছে ক্রিকেট বাণিজ্যের সবচেয়ে বড় মাধ্যম। এবার ‘টি-১০’ নামের আরেকটি নতুন ফরম্যাট উপহার দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ডিসেম্বরে শুরু এই লিগে খেলবেন বাংলাদেশের সাকিবও।
‘টি-১০’ ম্যাচের দৈর্ঘ্য হবে ৯০ মিনিট। প্রতি ইনিংসের জন্য নির্ধারিত সময় ৪৫ মিনিট। ম্যাচের মত টুর্নামেন্টের দৈর্ঘ্যও হবে খুবই সংক্ষিপ্ত। ২১ ডিসেম্বর শুরু হয়ে লিগ শেষ হবে ২৪ তারিখ। লিগের সভাপতি সালমান ইকবাল বলছেন, দর্শক এই ম্যাচ দারুণ উপভোগ করবে, “ সবাই নিজেদের জীবনে গলিতে ও রাস্তায় ‘টি-১০’ ম্যাচ খেলেছে। ক্রিকেটে নতুন এক মাত্রা এনে দেবে এই ফরম্যাট, এটা অনেক বড় একটা পদক্ষেপ। দর্শক অবশ্যই এটা উপভোগ করবে।”
সাকিবের সাথে এই লিগে অংশ নেবেন আফ্রিদি, সাঙ্গাকারা, শেহওয়াগ, মরগান, মিসবাহরা। নতুন ফরম্যাটের এই লিগে খেলতে পারায় উচ্ছ্বসিত আফ্রিদি, “যখন আমাকে এটার ব্যাপারে বলা হলো, তখনই দারুণ লেগেছে। আমি তাদের অনুরোধ করেছিলাম আমি যেন এটায় খেলতে পারি।”
মরগান মনে করেন, নতুন এই ফরম্যাট ক্রিকেটকে বদলে দেবে, “পুরো পরিকল্পনাটাই অন্যরকম। টি-টোয়েন্টির কী প্রভাব সেটা তো আমরা সবাই জানি। যদি এটাও টি-টোয়েন্টির মত প্রভাব ফেলতে পারে, তাহলে অনেকটাই বদলে যাবে ক্রিকেট।”
এদিকে মিসবাহ বলছেন, তার মতো ‘বয়স্ক’ ক্রিকেটারদের জন্য এই ফরম্যাটে খেলাটা অনেক সহজ, “আমার মতো ক্রিকেটারের জন্য এরকম ফরম্যাটে খেলাটা কিছুটা সহজ। মাত্র ১০ ওভার ব্যাটিং ও ফিল্ডিং করতে হবে। এই বয়সে এটা করতেই পারি!”