• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    ব্লমফন্টেইনে খেলতে পারছেন না তামিম

    ব্লমফন্টেইনে খেলতে পারছেন না তামিম    

    প্রস্তুতি ম্যাচেই চোট পেয়ে নেমে গিয়েছিলেন। প্রথম টেস্ট খেললেও বড় একটা সময় মাঠে ছিলেন না। সেজন্য প্রথম ইনিংসে পাঁচেও নামতে হয়েছে তামিম ইকবালকে। এবার বাংলাদেশ ওপেনার পেলেন আরও বড় দুঃসংবাদ, উরুর চোটের জন্য দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না। ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।

    প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর ধারণা করা হয়েছিল, তামিমের চোট খুব একটা গুরুতর নয়। পরে স্ক্যান করার পর জানা যায়, সেটি পেশীর ‘গ্রেড ওয়ান টিয়ার’। যেটির জন্য চার সপ্তাহ পর্যন্ত সময় লাগে সেরে উঠতে। সেই হিসেবে তামিমের ১৫ অক্টোবর থেকে শুরু ওয়ানডে সিরিজেও খেলতে পারার কথা নয়। তবে ওয়ানডেতে ধকল তুলনামূলকভাবে কম হওয়ায় বিশ্রাম নিয়ে তার আগেই ফিরে আসার সম্ভাবনা আছে তামিমের। সেজন্য দলের সঙ্গে থেকে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকাতেই।

    তামিমের জায়গায় খেলার কথা সৌম্য সরকারের, চোটের জন্য প্রথম টেস্টে একাদশে ছিলেন না। যার মানে, আরও একটি সুযোগ পেতে যাচ্ছেন ইমরুল কায়েস। সাকিব আল হাসান টেস্ট সিরিজে বিশ্রামে থাকায় সবচেয়ে বড় দুই ভরসাকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। সর্বশেষ ২০১৩ গল টেস্টে তামিম-সাকিবকে ছাড়া খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০০৮ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৫৪টি টেস্টের ৫২টিতেই খেলেছেন তামিম। সর্বশেষ খেলতে পারেননি ২০১৩ সালের এপ্রিলে হারারে টেস্টে। আগামী পরশু থেকে ব্লমফন্টেইনে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।