• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    বাংলাদেশের সঙ্গে ওয়ানডেতেও প্যাটারসন

    বাংলাদেশের সঙ্গে ওয়ানডেতেও প্যাটারসন    

    মরনি মরকেলের চোটে টেস্ট দলে ডাক পেয়েছেন, ড্যান প্যাটারসন এবার ডাক পেলেন বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন একটি ওয়ানডে খেলা ব্যাটসম্যান টেমবা বাভুমাও। 

    এর আগে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন কেপ কোবরার পেসার প্যাটারসন। ইংল্যান্ড সিরিজে ভালও করেছেন, বিশেষ করে ডেথ বোলিংয়ে। নির্বাচকরা সেই বোলিংটাই এবার বাজিয়ে দেখতে চাইছেন ওয়ানডেতেও। 

    বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়েই তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে ফ্যাফ ডু প্লেসির। এবি ডি ভিলিয়ার্স খেলবেন শুধুই খেলোয়াড় হিসেবে, যদিও অক্টোবরের মাঝামাঝি থেকে নিজেকে সব ফরম্যাটেই ‘বিবেচ্য’ ঘোষণা করেছেন তিনি। 

    দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ইমরান তাহির। কেশভ মরাহাজকে বিবেচনায় আনেননি নির্বাচকরা। 

    দক্ষিণ আফ্রিকা দল 
    ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেমবা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়াইন পারনেল, ড্যান প্যাটারসন, অ্যানডাইল ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।