ওয়ানডে দলে লিটন, নাসির, সাইফ
দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন লিটন দাস, নাসির হোসেন ও সাইফ উদ্দিন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও সানজামুল ইসলাম।
২০১৫ সালে জিম্বাবুয়ের সঙ্গে শেষ ওয়ানডে খেলেছিলেন উইকেটকিপার লিটন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টেও উইকেটকিপিং করেছেন তিনিই। নাসির ছিলেন বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের দলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যান্ডবাই হয়ে। তখনই নির্বাচকরা বলেছিলেন, বেশ কিছুদিন দলের বাইরে থাকা নাসিরকে ধাপে ধাপে আনার পরিকল্পনা তাদের।
দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটের কথা বিবেচনা করে দলে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে। শ্রীলঙ্কা সফরে দুইটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি, একটি উইকেট নিয়েছিলেন ৬ ওভার বোলিং করে।
আর চোখের ইনফেকশনের কারণে বাদ পড়েছেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্টেও ছিলেন না তিনি। আর আয়ারল্যান্ডে একটি ওয়ানডে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি সানজামুল, এবার বাদ পড়লেন স্কোয়াড থেকেই।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ দলে আবার ফিরবেন সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে তিনি আছেন বিশ্রামে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়া তামিমকেও ওয়ানডে সিরিজেই ফিরে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।