তিন ঘন্টার মাঝে স্কোয়াডে এলেন মুমিনুল
১৫ জনের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল আজই। তিন ঘন্টা পর এবার সে দলটা হয়ে গেল ১৬ জনের, দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মুমিনুল হককেও।
এমনিতে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না আবার তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে তার সেরে ওঠা নিয়ে আশাবাদি বিসিবি, তবে বোঝা যাচ্ছে, তার ‘ব্যাক-আপ’ হিসেবেই রাখা হয়েছে মুমিনুলকে।
বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল শেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে বিশ্বকাপে, মেলবোর্নে, শ্রীলংকার সঙ্গে। সব মিলিয়ে ওয়ানডে খেলেছেন ২৬টি, রান করেছেন ৫৪৩।
মুমিনুল প্রথম টেস্টে খেলেছেন ৭৪ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসে অবশ্য রিভিউ না নিয়ে আউট হয়েছেন বেশ আগেভাগেই। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট দলেও নাটকীয়ভাবে দলে এসেছিলেন তিনি, চোটের কবলে পড়া মোসাদ্দেক হোসেনের জায়গায়।
ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন, মুমিনুল হক।