ভুল হয়ে থাকলে সুযোগ চান মুশফিক
শেষ ২০১৪ সালে ইনিংস পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ব্লুমফন্টেইনে ফিরে এলো সেটাই, পচেফস্ট্রুমের পারফরম্যান্সও অবশ্য এ ইনিংস পরাজয়ের চেয়ে কম হতাশাজনক ছিল না! মুশফিকুর রহিম আগেও বলেছেন, এতোদিন ধরে বাংলাদেশ ক্রিকেট যে ‘সম্মান’ অর্জন করেছে, সেটা হারাতে চান না তারা। তবে দক্ষিণ আফ্রিকায় নিজেদের পারফরম্যান্স অধিনায়ক স্বভাবতই যারপরনাই হতাশ। সেই সঙ্গে জানালেন, ভুল হয়ে থাকলে সুযোগ চান।
‘সবাই শতভাগ চেষ্টা করে। সবাই চেষ্টা করেছি, এটা ক্লাবের না, দেশের খেলা। এ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই তেমন আমাদের। হ্যাঁ, চিরায়ত দক্ষিণ আফ্রিকান উইকেট বলতে যা বোঝায়, তেমন ছিল না, কিন্তু তবুও উপমহাদেশের অনেক দলই এখানে সংগ্রাম করে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, এ কারণেই খারাপ লাগছে।’
অনেকেই সেট হয়ে আউট হয়েছেন। নেক্সট যারাই আসবেন এখানে সফরে, তারা এসব মাথায় রাখবে।’
মুশফিকের হতাশাটা বেড়ে গেছে খানিক বাদেই, ‘মনে তো হচ্ছে, আমি টসে জিতে দুই ম্যাচেই কেন ফিল্ডিং নিলাম, এ কারণেই দল হেরে যাচ্ছে, আমি ঠিকমতো পরিচালনা করতে পারছি না, হয়তো বা এ কারণেই দল খারাপ খেলছে। তবে ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে সুযোগ দেওয়া উচিত, আর নাহলে আমি ক্ষমাপ্রার্থী।’
মুশফিক এরপরের বিদেশ সফরগুলোতে প্রস্তুত থাকতে বলছেন নতুন সব চ্যালেঞ্জের, ‘সব অর্জন তো মিলিয়ে যাবে না। আফ্রিকা শক্তিশালী দল, তবুও এটা হতাশাজনক। এ কন্ডিশনে খেলতে হলে আসলে আরও অনে চ্যালেঞ্জ নিতে হবে।’