• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ খেলতে ইউরোপে কার কী সমীকরণ?

    বিশ্বকাপ খেলতে ইউরোপে কার কী সমীকরণ?    

    ৯ গ্রুপ, সব মিলে দল ৫৪টি। লক্ষ্য? রাশিয়া বিশ্বকাপ। ইউরোপের জন্য নির্ধারিত ১৪টি স্থানের একটি নিজেদের করে নেওয়া। প্রায় বছরখানেকের যুদ্ধের পর এই রাউন্ডের খেলা দিয়েই পর্দা নামতে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের। এর আগেই স্বাগতিক রাশিয়ার সাথে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড এবং পোল্যান্ড। শেষ রাউন্ডের ম্যাচে একাধিক জটিল হিসেব-সমীকরণে ঝুলে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, আঁতোয়া গ্রিজমানের ফ্রান্সের রাশিয়া যাত্রা।

     

    রাশিয়া আর রোনালদোর মাঝে সুইজারল্যান্ডঃ


    বাছাইপর্বের প্রথম ম্যাচে ছিলেন না তিনি। সুইজারল্যান্ডের কাছে পর্তুগালের অসহায় আত্মসমপর্ণটাও তাই দেখতে হয়েছে সাইডলাইন থেকে। তবে বাকি ৮টি ম্যাচে খেলেছেন রোনালদো, পর্তুগালও জিতেছে প্রতিটি। রোনালদোবিহীন পর্তুগালকে হারানোর পর নিজেদের বাকি আট ম্যাচে জয় পেয়েছে সুইজারল্যান্ডও।

     

    আগামীকাল পর্তুগালের স্তাদিও দা লুজে ভাগ্যনির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ‘বি’ গ্রুপের শীর্ষ দুই দল। সরাসরি মূলপর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই পর্তুগালের সামনে। ওদিকে হার এড়ালেই রাশিয়ার টিকেট পাবে সুইসরা। সেক্ষেত্রে ২০১৪-এর মত আবারও প্লে অফ খেলেই উতরাতে হবে পর্তুগালকে। 


    গ্রিজমানদের সহজ হিসাবঃ


    বেলারুশের সাথে ড্র দিয়ে শুরু হয়েছিল ফ্রান্সের বাছাইপর্ব। নিজেদের ৬ষ্ঠ ম্যাচে সুইডেনের কাছে আকস্মিক হার এবং ঘরের মাঠে ‘পুঁচকে’ লুক্সেমবার্গের সাথে ড্র করার কারণে এখনও অনিশ্চিত ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা। অবশ্য দিদিয়ের দেশমের দলের জন্য হিসাবটা বেশ সহজই বলা চলে। ঘরের মাঠে বেলারুশকে হারাতে পারলেই জার্মানি, ইংল্যান্ড, স্পেনের সাথে রাশিয়ার প্লেন ধরবেন গ্রিজমানরা।

     

    ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের অন্যতম চমক সুইডেন। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে এখনও জিইয়ে রেখেছে ‘এ’ গ্রুপ থেকে সরাসরি রাশিয়া যাওয়ার সুযোগ। অবশ্য সেটা না হলেও প্লে-অফে ইব্রাহিমোভিচের উত্তরসূরিদের অংশগ্রহণটা প্রায় নিশ্চিতই বলা চলে। শেষ ম্যাচে নেদারল্যান্ডের কাছে সাত গোল বা তার বেশি ব্যবধানে না হারলেই গ্রুপ রানার আপ হবে সুইডেন! ডাচ কোচ ডিক অ্যাডভোকাট আশাবাদী হলেও সুইডিশদের বিপক্ষে এমন জয় প্রায় অসম্ভব- এমনটা স্বীকার করেই নিজেদের পরিণতি মেনে নিয়েছেন আরিয়েন রোবেন।

     

    সার্বিয়ার সঙ্গী কে?


    ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ হারলেও এখনো শীর্ষেই আছে সার্বিয়া। আগামীকাল নিজেদের মাঠে জর্জিয়াকে হারাতে পারলেই মূলপর্বে জায়গা করে নেবে তারা। সেক্ষেত্রে ‘ডি’ গ্রুপের মূল আকর্ষণ প্লে-অফ নিয়েই। নিজেদের মাঠে গ্যারেথ বেল বিহীন ওয়েলসের প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড। সমান ৯ ম্যাচে ওয়েলসের সংগ্রহ ১৭ পয়েন্ট, আইরিশদের ১৬। হার এড়ালেই প্লে-অফে চলে যাবে ওয়েলস। গ্রুপ রানার-আপ হতে হলে ওয়েলশদের হারাতেই হবে আয়ারল্যান্ডকে।

     

    ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ পেলেও সার্বিয়ার শীর্ষস্থান অবশ্য নিশ্চিত নয়। সার্বিয়া ড্র করলে আর ওয়েলস দুই গোলের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারালে সরাসরি মূলপর্বে চলে যাবেন বেলরাই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ আশা আছে আইরিশদেরও। সার্বিয়া ড্র করলে আর ওয়েলসকে ৪ বা তার চেয়ে বেশী ব্যবধানে হারালে শীর্ষস্থান পাবে উত্তর আয়ারল্যান্ড।

     

    বসনিয়া না গ্রিস?

    ‘এইচ’ গ্রুপে ৮ জয় এবং ১ ড্রয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। ‘ডি’ গ্রুপের মত এই গ্রুপেরও মূল আকর্ষণটা এখন প্লে-অফ ঘিরেই। সমান ৯ ম্যাচে গ্রিসের সংগ্রহ ১৬, বসনিয়ার সংগ্রহ ১৪। শেষ ম্যাচে ঘরের মাঠে জিব্রাল্টারকে হারালেই দ্বিতীয় স্থান নিশ্চিত করবে গ্রিস।

     

    গ্রিস হারলে আর এস্তোনিয়ার বিপক্ষে বসনিয়া জিতলে প্লে-অফে যাবে এডিন জেকোর বসনিয়া।

     

    ‘আ সং অফ আইস অ্যান্ড ওয়ার্ল্ড কাপ’:

    বছরখানেক আগে নিজেদের প্রথম বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়েছিল আইসল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক এক জয় দিয়ে কোয়ার্টার ফাইনলেও পৌঁছে গিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বছরখানেক পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের দোরগোড়ায় চলে এসেছে আইসল্যান্ড। ‘আই’ গ্রুপে ক্রোয়েশীয়া, তুরস্ক, ইউক্রেনকে টপকে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। নিজেদের মাঠে গ্রুপের একেবারে তলানীতে থাকা কসোভোকে হারিয়ে আইসল্যান্ডের বিশ্বকাপযাত্রা প্রায় নিশ্চিত।

     

    ‘আই’ গ্রুপের মূল আকর্ষণটা ইউক্রেন-ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরেই। ৯ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ১৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছেন মদ্রিচরা। সেক্ষেত্রে প্লে-অফে যেতে হলে ক্রোয়েটদের হারাতে হবে ইউক্রেনকে।

     

    ইউরোপের ৯ গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে স্বাগতিক রাশিয়ার পাশাপাশি আরো ৪ দলও যাবে মূলপর্বে। নয় গ্রুপের নয় রানার-আপের মধ্যে সেরা আট খেলবে প্লে-অফ। কিন্তু এবারের বাছাইপর্বে অবশ্য নতুন এক নিয়ম চালু করেছে ইউয়েফা। নতুন নিয়মে গ্রুপের তলানীতে থাকা দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে না।  সেই হিসেবে এখন ৯ গ্রুপ রানার-আপের মধ্যে সবার নিচে আছে ক্রোয়েশিয়া। শেষ ম্যাচের পরেও পয়েন্ট তালিকা পরিবর্তন না হলে বিশ্বসেরাদের আসরটা ঘরে বসেই দেখতে হবে মদ্রিচ-রাকিতিচদের...