ক্যালিস-জয়াসুরিয়াদেরও আগে 'ডাবল' সাকিবের
তিন সংস্করণেই অলরাউন্ডারের মুকুটটা তাঁর মাথায়। বোথা, ইমরানদের মতো কীর্তিও করে দেখিয়েছেন আগে। এবার ওয়ানডেতেও অলরাউন্ডারদের ছোট্ট একটা অভিজাত ক্লাবে ঢুকে গেলেন। ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেটের পঞ্চম সদস্য হিসেবে নাম লেখালেন সাকিব আল হাসান।
বোথা, ইমরান, হ্যাডলি, কপিলদের ওয়ানডে ক্যারিয়ার টেস্টের মতো সমৃদ্ধ নয় স্বাভাবিকভাবেই। ওয়ানডের অভিজাতদের এই তালিকায় তাই তাঁদের কারুর নাম নেই। সেখানে বাকি চারজনই এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না।
সনাৎ জয়াসুরিয়া মূলত ব্যাটসম্যান হলেও বল হাতেও অনেকবারই জিতিয়েছেন শ্রীলঙ্কাকে। ১৩৪৩০ রানের পাশাপাশি ৩২৩ ওয়ানডে উইকেটও বলে সে কথা। ওপ্যানডেতে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার কীর্তিও শুধু তাঁর কথাই। খুব কাছাকাছি ছিলেন জ্যাক ক্যালিস, ১১৫৭৯ রানের পাশাপাশি নিয়েছেন ২৭৩ উইকেটও। কাছাকাছি ছিলেন আফ্রিদিও, এই তালিকায় সবচেয়ে বেশি উইকেট (৩৯৫) থাকলেও আফ্রিদির রান ৮০৬৪। পাকিস্তানের আবদুর রাজ্জাককে অন্তত রানে শিগগিরই ছাড়িয়ে যেতে পারেন সাকিব। ওয়ানডেতে ২৬৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৫০৮০ রান নিয়েছেন সাকিব। উইকেটও তাঁর এখন ২২৪টি। তবে রাজ্জাকের সেজন্য ২৬৫ ওয়ানডে খেলতে হয়েছে, আর সাকিব খেলেছেন মাত্র ১৭৮টি। এই তালিকায় বাকি চারজনের চেয়ে বোলিং গড়ও (২৯.৪৯) সবচেয়ে কম সাকিবের। ব্যাটিং গড়ের দিক দিয়েও সাকিবের (৩৪.৮৪) ওপরে আছেন একমাত্র ক্যালিস (৪৪.৩৬) ।
এই মাইলফলক ছুঁতে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন সাকিবই। তাঁর সবচেয়ে কাছাকাছি সময়ে ডাবল করেছেন ক্যালিস (২২১)। জয়াসুরিয়া (২৩৫), আফ্রিদি (২৩৯) ও রাজ্জাক (২৫৮) সবাই ম্যাচ খেলেছেন এর চেয়ে বেশি।