• লা লিগা
  • " />

     

    'সুয়ারেজ যত মিস করবে, ততই ভালো'

    'সুয়ারেজ যত মিস করবে, ততই ভালো'    

    মৌসুমের শুরু থেকেই ইনজুরিটা ভোগাচ্ছে। ১১ ম্যাচে মাত্র তিন গোল করে বার্সেলোনায় হয়ে লুইস সুয়ারেজের এবারের ফর্ম একেবারেই সাদামাটা। গতকাল মালাগার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন সুয়ারেজ। বার্সা কোচ এর্নেস্তো ভালভের্দে বলছেন, এসব মিসের পরেও সুয়ারেজের ওপর তাঁর আস্থা একটুও কমেনি।  

     

    গত সপ্তাহে অ্যাটলেটিকোর বিপক্ষে তাঁর গোলেই ড্র করে মাঠ ছেড়েছিল বার্সা। গতকাল মালাগার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে সার্জি রবার্তোর পাসে দারুণ এক সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তবে প্রায় ফাঁকা পোস্ট সামনে পেয়েও বল জালে জড়াতে পারেননি। ভালভের্দে মনে করেন, সুযোগ হাতছাড়া করলেও সুয়ারেজ কিন্তু সঠিক জায়গাতেই ছিলেন, “সুয়ারেজ যত সুযোগ মিস করবে ততো ভালো। এর মানে হচ্ছে সে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকে। ছয় দিনের ব্যবধানে সে নিজের তৃতীয় ম্যাচ খেলছে, প্রতিটি ম্যাচেই সে সুযোগ তৈরি করেছে গোলের। সে গোল পেতে চায়, শেষ পর্যন্ত এটা সে পাবেই।”

     

    শেষ বাঁশি বাজার দশ মিনিট আগে সুয়ারেজকে তুলে নেন ভালভের্দে। এই সিদ্ধান্তে খুব একটা খুশি ছিলেন না সুয়ারেজ। তবে ভালভের্দে মনে করেন, সুয়ারেজের মনঃক্ষুণ্ণ হওয়াটা স্বাভাবিক, “সুয়ারেজ প্রতি ম্যাচের পুরো সময়ই খেলতে চায়। সে বদলি হতে চায় না। সবাই কমবেশি এমনটাই চায়। এটায় অবাক হওয়ার কিছু নেই। সুয়ারেজের রাগ নিয়ে বেশি চিন্তারও কিছু নেই।”

     

    ম্যাচের প্রথম গোল নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। বল সাইডলাইনের বাইরে গেলেও রেফারি সেটার বাঁশি বাজাননি, সেখান থেকেই এসেছে গোলের পাস। ভালভের্দে জানিয়েছেন, ম্যাচে রেফারিদের এরকম ভুল হতেই পারে, “মনে হয়েছে বল মাঠের বাইরে চলে গিয়েছিল, তবে আমি পরিষ্কারভাবে সেটা দেখিনি। এসব সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিতে হয়, রেফারিও তাই করেছেন। আমি জানি মালাগা এটা নিয়ে খুশি নয়।”