• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    মেসির কাছে 'হেরে' খারাপ লেগেছে বাতিস্তুতার

    মেসির কাছে 'হেরে' খারাপ লেগেছে বাতিস্তুতার    

    রেকর্ড হারানোর পর আপনার কেমন লাগছে?

    এমন প্রশ্নের জবাবে সাধারণত কিংবদন্তিরা প্রশ্নটা ডামি করে ছেড়ে দেন। রেকর্ড হারানো তো গৌরবের- এমন কিছু বলে উত্তরসূরিকেই দেন সব কৃতিত্ব। তবে গ্যাব্রিয়েল বাতিস্তুতা এখনো অতটা কূটনৈতিক হতে পারেননি। রাখঢাক না করেই বলে দিলেন, মেসির কাছে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের রেকর্ড হারিয়ে খারাপই লেগেছে তাঁর।

    গত বছরের কোপা আমেরিকাতেই বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। এরপর আরও ৭ গোল করে তা নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বাতিস্তুতা স্বীকার করেছেন, মেসির কাছে রেকর্ডটা হারিয়ে একটু হলেও খারাপ লেগেছিল, ‘সত্যি কথা বলতে একটু তো খারাপ লেগেছেই। এই মুকুট অনেক দিন ধরেই আমার কাছে ছিল। আর এটা তো যে সেই রেকর্ড নয়।’ স্পষ্ট করেই বলেছেন, রেকর্ডটা নিয়ে গর্ববোধ করতেন, ‘আপনি বিশ্ববাসীকে বলতে পারতেন, আমি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা, এই ব্যাপারটা উপভোগই করতাম।’

    তবে ব্যাপারটা যে সাময়িক তা নিশ্চিত হয়ে গেছে বাতিস্তুতার পরের মন্তব্যেই, ‘তবে আমার একটা সুবিধা আছে আমি মানুষ হিসেবে প্রথম, মেসি তো এই গ্রহের নয়।’

    আর্জেন্টিনার হয়ে আরও কিছুদিন খেলার কথা মেসির। বিশ্বকাপ বাছাইপর্বে যা করেছেন, এরপর তো সেই চাওয়াটা মেসির কাছে আরও বেশি থাকবে দেশের। বাতিস্তুতা বলছেন, মেসি ১০০ গোলও করে ফেলতে পারেন, ‘আমার চেয়ে সে দ্বিগুণ গোল করবে।’

    তবে মেসির ওপর যে দল অতি নির্ভরশীল হয়ে পড়ছে, সেটা সাবেকদের অনেকেই বলছেন। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মারিও কেম্পেস তো চাছাছোলা ভাষাতেই বলে দিলেন, ‘

    ভালো রসিকতা করতে পারেন, মজা করতে পারেন, দেখতে সুন্দর বা মেসির বন্ধু বলে আপনাকে জাতীয় দলে নেওয়া হয়নি। দলে সুযোগ পেয়ে প্রথম কাজটাই হচ্ছে মেসিকে বল দেওয়া, এরপর নিশ্চিত হয়ে বসে থাকা। আমার কথা হচ্ছে, মাঠে ওদের ১১ জনকেই অবদান রাখতে হবে। ওদের মধ্যে যদি ওই একতা থাকে সেটার ছাপ মাঠেও দেখতে চাই। ’