• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    এরিকসেনের হ্যাটট্রিকে বিশ্বকাপে ডেনমার্ক

    এরিকসেনের হ্যাটট্রিকে বিশ্বকাপে ডেনমার্ক    

     

    প্রথম লেগে দুই দলের কেউই বল জালে জড়াতে পারেনি। দ্বিতীয় লেগে অবশ্য গোলের কোনো কমতি হয়নি। ক্রিশ্চিয়ান এরিকসেনের দুর্দান্ত এক হ্যাটট্রিকে রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডেনমার্ক।

     

     

     

    শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ডই। ডি বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়ান শ্যেন ডাফি। পিছিয়ে পরেই যেন জেগে ওঠে ডেনমার্ক ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণে দিশেহারা করে ফেলে প্রতিপক্ষকে। বেশ কয়েকটি সুযোগও এসেছিল তাঁদের সামনে। ১৪ মিনিটে থমাস ডেলানি, ১৭ মিনিটে উইলিয়াম কেভিস্ট, ১৮ মিনিটে পিওন সিস্টো গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি।

     

    অবশেষে ২৯ মিনিটে ম্যাচে সমতা আসে আয়ারল্যান্ডের সাইরাস ক্রিস্টির আত্মঘাতী গোলে। ৩ মিনিট পরেই ডেনমার্ককে এগিয়ে দেন টটেনহাম হটস্পারের এরিকসেন। দারুণ এক পাল্টা আক্রমণে নিকোলাই জরগেনসেনের পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি।

     

    ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এরিকসেন। সিস্টোর পাসে বল পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকেই শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। ৭৩ মিনিটে হ্যাটট্রিক করে দলের বিশ্বকাপ যাত্রা অনেকটাই নিশ্চিত করেন এরিকসেন। বাছাইপর্বে এই নিয়ে ১১ গোল করলেন তিনি। খেলার শেষ মুহূর্তে আয়ারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন নিকলাস বেনডেটনার। ৫-১ গোলের বড় জয় নিয়েই ২০১০ সালের পর আবারো বিশ্বকাপে যাচ্ছে ডেনমার্ক।

     

    ২০১৪ বিশ্বকাপে অল্পের জন্য যাওয়া হয়নি, খেলা হয়নি ২০১৬ ইউরোতেও। শেষ এক বছরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে যাওয়ার আনন্দটা ছুঁয়ে গিয়েছিল ডেনমার্কের সবাইকে। উল্টোদিকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের বাছাইপর্বেই থেমে গেলো আয়ারল্যান্ডের যাত্রা।