• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'চেলসির শিরোপার আশা শেষ'

    'চেলসির শিরোপার আশা শেষ'    

     

    টানা ৭ ম্যাচে অপরাজিত ছিল দল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান ১১ পয়েন্টের থাকলেও শিরোপা দৌড়ে ভালোভাবেই ছিল আন্তোনিও কন্তের চেলসি। গতকাল ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলের হারের পর কন্তে বলছেন, শিরোপার আশা শেষ হয়ে গেছে ব্লুজদের।

     

     

     

    ১৬ ম্যাচ খেলে চেলসির পয়েন্ট ৩২, শীর্ষে থাকা সিটি এক ম্যাচ কম খেলে আছে ৪৩ পয়েন্টে। এরই মাঝে চার ম্যাচ হেরেছে চেলসি। কন্তে মনে করেন, লিগ জেতার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে, “শিরোপা দৌড়ে থাকতে হলে ইতিবাচক ফলাফল দরকার নিয়মিতভাবেই। এটা আমাদের ক্ষেত্রে হয়নি। ১৬ ম্যাচের ৪টিতেই যদি হেরে যান, তাহলে শিরোপার আশা করা যায় না। তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজয়ের পর ওয়েস্ট হামের কাছেও হার। এরকম পরিস্থিতিতে লিগ জেতার সম্ভাবনা নেই বললেই চলে।”

     

    নিজেদের সেরাটা দিলেও শিরোপা জেতা কঠিন হয়ে যাবে, মানছেন কন্তে, “আমাদের বদলাতে হবে। তবে এই মৌসুমের বাকি সময়টা নিজেদের সেরা খেলা খেললেও ট্রফি জেতা কঠিন। এটাই বাস্তবতা। জয়ের ধারায় ফিরতে চাই আপাতত।”