• " />

     

    দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি ভিলিয়ার্স-মরকেল

    দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি ভিলিয়ার্স-মরকেল    

    দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইনরা। জিম্বাবুয়ের সঙ্গে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির বক্সিং ডে টেস্টে জিম্বাবুয়ের সঙ্গে আফ্রিকার স্কোয়াডে আছেন তারা। এটি হবে ইতিহাসের প্রথম চারদিনের টেস্ট। 

    ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরিয়ন টেস্টে শেষ খেলেছিলেন ডি ভিলিয়ার্স। আর গত বছর নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে কাঁধে পাওয়া চোট নিয়েই ছিটকে গিয়েছিলেন স্টেইন। স্টেইন-ডি ভিলিয়ার্সের সঙ্গে চোট সেরে উঠেছেন পেসার মরনি মরকেল ও ভারনন ফিল্যান্ডারও। আর কাঁধের অস্ত্রোপাচারের পুনর্বাসনের শেষ ধাপে আছেন ডু প্লেসি। তবে সামনের ব্যস্ত সূচির কারণে বিশ্রাম পেতে পারেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। 

    স্টেইন-মরকেল-ফিল্যান্ডার-রাবাদার সঙ্গে দলে বাড়তি পেসার হিসেবে আছেন অ্যানডাইল ফেহলুকায়ো। ডুয়ান অলিভিয়ার বা ওয়াইন পারনেল দলে জায়গা পাননি তাই। জিম্বাবুয়ের সঙ্গে টেস্টের পর ভারতের সঙ্গে তিনটি ও অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাটিতেই চারটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। 

    দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
    ফাফ ডু প্লেই (অধিনায়ক, হাশিম আমলা, টেমবা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, অ্যানডাইল ফেহলুকায়ো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন