• " />

     

    ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    

     

    ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪১ মিনিটে দেয়া শামসুন্নাহারের একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ।

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ভারতকেই ৩-০ গোলে হারিয়েছিল তহুরারা। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ৩২ মিনিটে প্রথম সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তহুরার শট গোলপোস্ট ঘেঁষে চলে যায়। ৪১ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ফরোয়ার্ডদের বল দেওয়া নেওয়ার মাঝে বল পান শামসুন্নাহার। তাঁর ডান পায়ের শটে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম।

     

     

    দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই গোল পেতে পারতেন অনুচিং মারমা, তবে বল জালে জড়াতে পারেননি। ৫৭ মিনিটে অনুচিংকে হতাশ করে গোলপোস্ট। পরের মিনিটেই হতে পারত দ্বিতীয় গোল, তবে রেফারি অফসাইড দেন, বাঁশি বাজানোর পর শট নিয়ে হলুদ কার্ড দেখেন অনুচিং। 

    ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন তহুরা। ভারতের গোলরক্ষককে একা পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। ম্যাচের বাকি সময় ভারতীয় রক্ষণকে চাপে রাখলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত শামসুন্নাহারের সেই গোলেই উল্লাসে মাতে বাংলাদেশের তরুণীরা।