বিশ্বরেকর্ড গড়ে লিভারপুলে ভ্যান ডাইক
গ্রীষ্মের দলবদলের মৌসুমে লিভারপুল একরকম উঠে পড়েই লেগেছিল ভার্জিল ভ্যান ডাইককে দলে ভেড়াতে। সেবার না পারলেও শীতের দলবদল শুরুর আগেই ডাচ ডিফেন্ডারকে নিজেদের করে নিয়েছে লিভারপুল। তার জন্য বিশ্বরেকর্ড গড়তে হয়েছে অল রেডদের, ভ্যান ডাইক হয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার!
৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিচ্ছেন ভ্যান ডাইক। দুই পক্ষের মধ্যে চুক্তিটাও হয়ে গেছে। দলবদলের মৌসুম শুরু হওয়ার পরই লিভারপুলে যোগ দেবেন ভ্যান ডাইক। এর আগে ম্যানচেস্টার সিটির কাইল ওয়াকার (৫৪ মিলিয়ন পাউন্ড) ছিলেন সবচেয়ে দামী ডিফেন্ডার।