• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আবারও ইনজুরিতে ইব্রা

    আবারও ইনজুরিতে ইব্রা    

    হাঁটুর ইনজুরির জন্য শেষ হওয়ার উপক্রম হয়েছিল তাঁর ক্যারিয়ারটাই। অনেকটা অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে খেলায় ফিরেছিলেন ইব্রাহিমভিচ। কয়েকদিন পেরোতে না পেরোতেই আবারও দুঃসংবাদ শুনতে হলও। গতকাল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো জানিয়েছেন, কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইব্রাকে।

     

     

     

    সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে বেঞ্চেই বসা ছিলেন। বদলি হিসেবেও খেলতে নামেননি ইনজুরি থেকে ফেরা ইব্রাহিমভিচ। মরিনহো বলছেন, ওই একই হাঁটুতে আবারও ব্যথা অনুভব করছেন ইব্রা, “তাঁর শারীরিক অবস্থা একদমই ভালো নয়। প্রায় এক মাসের মতো খেলতে পারবেন না আপাতত। ৩৬ বছর বয়স তাঁর, নিজেকে যতই সিংহের সাথে তুলনা করুক না কেনও, ব্যাপারটা সহজ নয়। পূর্ণ বিশ্রাম নিতে হবে তাঁকে। আশা করছি সুস্থ হয়ে দ্রুতই ফিরবে সে।”

     

    এদিকে কালকের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে রোমেলু লুকাকুকে। সামনের সপ্তাহে এভারটন ও ডার্বি কাউন্টির বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারবেন না।