• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    'মাশরাফি-সাকিবরাই কোচ'

    'মাশরাফি-সাকিবরাই কোচ'    

    ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নতুন কোচ পাচ্ছে না, এটা নিশ্চিত হয়েছিল আগেই। এসব নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আগেই কথা বলেছিল বোর্ড। খালেদ মাহমুদ সুজন আগে ম্যানেজার ছিলেন, এবার তিনি হচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর। ‘নতুন দায়িত্ব’ পাচ্ছেন মাশরাফি-সাকিবরাও। বোর্ড প্রধানের মতে, আসন্ন সিরিজগুলোতে তারাই হবেন ‘কোচ’। 

    নতুন বছরের শুরুর দিনে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের সঙ্গে আবার বসেছেন বোর্ড প্রধান। সেখানে আসন্ন সিরিজের কৌশল নিয়ে কথা হয়েছে। এরপরই জানিয়েছেন, ‘এ সিরিজে বাইরে থেকে কোচ আসছে না। যারা আছে তাদের দিয়েই চলবে। এরপরই বাইরে থেকে কোচ আনবো। বোর্ডের প্রতিনিধি আগেই ছিল, খালেদ মাহমুদ। সে ম্যানেজার হিসেবে কাজ করতো, কোচিং স্টাফ, খেলোয়াড় ও বোর্ডের মধ্যে ‘সেতুবন্ধন’ও ছিল সে। এবার তাকে নতুন একটা পদবী দেওয়া হয়েছে। তবে আমাকে বললে বলব, আমার মনে হয় কোচ হচ্ছে সাকিব এবং মাশরাফি।’ 

     

     

    দলের কাজকারবার তারাই চালিয়ে নেবেন বলেও জানিয়েছেন নাজমুল, ‘সিনিয়র ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসি। আজকের আগেও আমি তাদের সঙ্গে বসেছি, তামিম-মুশফিকও ছিল সে সময়। এছাড়াও রিচার্ড হ্যালসল আছে, সুজন আছে। সবাই মিলেই সামলাবে।’ 

    সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাম্প্রতিক এক সাক্ষাতকারে নাজমুলকে ‘চালাক-চতুর’ উল্লেখ করে বলেছিলেন, সাকিবের দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে বিশ্রাম নেওয়াটা তার পদত্যাগের পেছনের কারণ নয়। নাজমুল আজ বললেন, হাথুরু ভুল কিছু বলেননি, ‘ চন্ডিকা চলে যাওয়ার পর আপনারা জিজ্ঞাসা করেছেন, কী হয়েছে। সে এ বিষয়ে রিপোর্ট দেয় নাই। তবে অনেক কিছুই তার ভাল লাগেনি। মুশফিকের মিডিয়ায় কথা বলাটা তার পছন্দ ছিল না। সাকিব খেলতে যাবে না, সেটা নিয়েও সে বলেছে, কেন যাবে না! তবে এসব কারণেই পদত্যাগ করেছে সেটা না। সুতরাং, সে সাক্ষাতকারে ভুল কিছু বলেনি।’