• ফুটবল

গোল্ডেন-গোল,সিলভার-গোল এর উত্থান এবং পতন যেভাবে...!

পোস্টটি ৫১৪ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

 

ফুটবল সম্পর্কে কম বেশি সবাই জানে আবার গোল,গোল্ডেন বুট,গোল্ডেন বুট সম্পর্কেও সবাই জানে..

কিন্তু যদি প্রশ্ন করা হয় গোল্ডেন গোল এবং সিলভার গোল কি তাহলে কয়জন জানেন..

☞গোল্ডেন গোলঃ- 

নক-আউটের কোনো ম্যাচ যদি নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমিমাংসিত হয় তখন ২ হাফে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট করে খেলা হয় এটা সকলেই জানি..!
কিন্তু গোল্ডেন গোল রুলসে এই ৩০ মিনিটের বদলে কোনো দল যদি ৩০ মিনিটের যেকোনো সময়ে গোল দেয় তাহলে খেলা ওখানেই শেষ হয়ে যেতো এবং গোল করা দল জয়ী হতো..!

এই নিয়মটি ১৯৯৩ সালে ফিফা ইয়ুথ ফুটবলে শুরু করলেও ১৯৯৮ বিশ্বকাপেই প্রথম এর যাত্রা শুরু হয়..!
১৯৯৮ সালের বিশ্বকাপে স্বাগতিক দেশ ফ্রান্সের বিরুদ্ধে ২য় রাউন্ডে প্যারাগুয়ে খেলতে নামে..

নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে..

 

ছবি: Laurent Blanc!Screenshot_2024-11-14-00-36-42-211_com.opera.mini.native-edit

অতিরিক্ত প্রথম ১৫ মিনিটে খেলা ড্র হলে ২য় হাফে খেলা গড়ায় এবং বিশ্বকাপের প্রথম গোল্ডেন গোলদাতা ১১৪ মিনিটে Laurent Blanc ফ্রান্সের হয়ে গোল করেন এবং খেলা শেষ হয়ে যায়..!

২০০০ ইউরোতেও ফ্রান্স ইতালির বিরুদ্ধে David Trezeguet এর গোল্ডেন গোলে শিরোপা জিতে..!

Screenshot_2024-11-14-00-38-59-747_com.opera.mini.native-edit

ছবি: David Trezeguet!

 

৯৮ বিশ্বকাপে আর গোল্ডেন গোলের দেখা না মিললেও ২০০২ সালের বিশ্বকাপে মোট তিনটি ম্যাচ গোল্ডেন গোলের দ্বারা নিষ্পত্তি হয়..!

অর্থাৎ বিশ্বকাপে মোট ৪টি ম্যাচ গোল্ডেন গোলের দ্বারা নিষ্পত্তি হয়.. ২০০২ বিশ্বকাপের পরবর্তী এই নিয়ম ফিফা বাতিল করে দেয় এবং এর পরিবর্তে ২০০২-০৩ সিজনে নিয়ে আসে সিলভার গোল..!

☞সিলভার গোলঃ-

সিলভার গোল হচ্ছে নির্ধারিত ৯০ মিনিটে ড্র হলে ২ হাফে ৩০ মিনিট করে খেলা হতো.. গোল্ডেন গোলের নিয়মানুযায়ী যখন গোল করতো তখনই খেলা শেষ হতো কিন্তু সিলভার গোলে এই নিয়ম পরিবর্তন করে বলা হয় যদি অতিরিক্ত সময়ের প্রথম হাফে কোনোদল গোল করে তাহলে পুরো প্রথম হাফের পুরো ১৫ মিনিট খেলা হবে..আবার ২য় হাফে গোল হলে পুরো ২য় হাফ খেলা হবে..!

২০০৪ ইউরোতে এই রুলস প্রথম কোনো বড় টুর্নামেন্টে শুরু হয় এবং সেমিফাইনালে চেক রিপাবলিক বনাম গ্রীস ম্যাচে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে গ্রীস গোল করে যাতে করে ২য় হাফ আর খেলা হয়নি..!
এতে করে রুলসের কিছু লুপহোল থেকেই যাচ্ছিলো..!

যদিও ফিফা এই নিয়মটি এনেছিলো দলগুলোকে অতিরিক্ত সময়ে আক্রমণাত্মক খেলায় উদ্ভুদ্ধ করতে কিন্তু এর প্রতিক্রিয়া দেখা যায় সম্পূর্ণ বিপরীত যা দরুন ২০০৪ ইউরোর পর IAFB= International Football Association Board  এই রুলসটি চিরতরে বাদ করে দেয় আর এভাবেই পতন হয় সিলভার গোল!