• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা

    মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা    

    আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটে খেলা হলও না সিরিজটাই। শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে, সেই শঙ্কাটাই সত্যি হলো। মুশফিকুর রহিম থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। কুলিজে দুটো টেস্টের জন্য আপাতত দলের সাথে যাচ্ছেন না তিনি।

    তবে বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সময়মত সেরে উঠলে ওয়ানডে খেলতেও পারেন মুশফিক। তবে সে সম্বন্ধে এখনও কিছু জানায়নি বিসিবি।

    মুশফিক না থাকায় এবারও তাই স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অংকন, সেই সাথে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। সাকিব আল হাসানকে নিয়ে অন্য দিকে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই যেহেতু দেশের বাইরে হচ্ছে এই টেস্ট সিরিজ। যথারীতি তাই দলে আছেন হাসান মুরাদ।

    সবচেয়ে বড় বিষয়, অধিনায়কত্ব নিয়ে অনেক কানাঘুষা হলেও নাজমুল হোসেন শান্ত থাকছেন অধিনায়ক হিসেবে। সেই সাথে আলাদা করে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মেহেদী হাসান মিরাজের নাম।

    ২২ নভেম্বরে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট।