• " />

     

    জয় দিয়েই বিশ্বকাপ শুরু সাইফদের

    জয় দিয়েই বিশ্বকাপ শুরু সাইফদের    

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  ১৯০/৪ (২০ ওভারে)  (সাইফ ৮৪, নাইম ৬০, নেল ১/২২)

    নামিবিয়া অনূর্ধ্ব-১৯ ১০৩/৬  (২০ ওভারে)  ( ভ্যান উইক ৫৫, অনিক ২/১৪ )

    ফলাফল- বাংলাদেশ ৮৭ রানে জয়ী

    ম্যান অফ দ্যা ম্যাচ- সাইফ হাসান


     

    প্রস্তুতি ম্যাচের একটিতেও জয় আসেনি। মূল টুর্নামেন্টের শুরুটা অবশ্য জয় দিয়েই শুরু করল সাইফ হাসানের দল। গ্রুপ সি এর বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। 

     

     

     

    বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়েছিল। শেষ পর্যন্ত খেলা কমিয়ে আনা হয় ২০ ওভারে। বাংলাদেশের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই জয়ের আভাস দিতে পারেনি নামিবিয়া। ৫ ওভারের মাঝেই ১২ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর এবেন ভ্যান উইক-লফটি এটন জুটি বিপর্যয় সামাল দিয়েছেন। ৬৯ রানের জুটি গড়ার সময় এবেন তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০২ রানেই থামে নামিবিয়ার ইনিংস। কাজি অনিক ও হাসান মাহমুদ নিয়েছেন ২ টি করে উইকেট।

     

    ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ওপেনার পিনাক ঘোষ ১৭ বলে ২৬ রান করে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। পিনাকের ফেরার পর অধিনায়ক সাইফ হাসান ও মোহাম্মদ নাইমের জুটি ঝড়ো গতিতে রান তুলতে থাকে। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। তাঁদের ৯৭ রানের জুটি দলকে বড় স্কোরের ভিত গড়ে দেয়।

     

    ৬০ রান করে নাইম ফিরলেও ইনিংসে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন সাইফ। ৫ ছক্কা ও ৩ চারে ৪৮ বলে করেছেন ৮৪ রান।